সিপ্রীয়ান ডায়াস : হাইলাকান্দি মিউনিসিপ্যালিটি বোর্ডের মিটিংয়ে তিনজন পৌর কমিশনারের প্রতিনিধিদের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান কল্যাণ গোস্বামী ঢুকতে দেয়নি বলে যে খবর বেরিয়েছে সেই খবরকে সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন বলে জানালেন ১৩ নম্বর ওয়ার্ডের পৌর কমিশনার সুপর্ণা দাসের প্রতিনিধি প্রাক্তন পৌর কমিশনার চিন্ময় দাস (মানু)।
তিনি জানান যে গত ২৮ আগস্ট হাইলাকান্দি মিউনিসিপ্যালিটি বোর্ডে যে বোর্ড মিটিং হয় সেই বোর্ড মিটিং আরম্ভ হওয়ার পূর্বেই তারা সেখান থেকে চলে আসেন।
এখানে উল্লেখ্য যে সম্প্রতি একটি খবর আসে যে হাইলাকান্দি মিউনিসিপ্যালিটি বোর্ডের চেয়ারম্যান কল্যাণ গোস্বামী বোর্ড মিটিংয়ে ৩নং ওয়ার্ড কমিশনারের প্রতিনিধি অমিত সেন, ৭নং ওয়ার্ডের কমিশনার শিল্পী দাসের প্রতিনিধি অরুন দাস এবং ১৩নং ওয়ার্ডের কমিশনার সুপর্ণা দাসের প্রতিনিধি চিন্ময় দাসকে বোর্ড মিটিংয়ে হাইলাকান্দি মিনিসিপ্যালিটি বোর্ডের চেয়ারম্যান কল্যাণ গোস্বামী ঢুকতে দেয়নি।
হাইলাকান্দি মিউনিসিপ্যালিটি বোর্ডের ১৩নং ওয়ার্ডের কমিশনার সুপর্ণা দাসের প্রতিনিধি চিন্ময় দাস (মানু) জানান যে তারা কয়েকজন ওয়ার্ড কমিশনারের প্রতিনিধিরা বিভিন্ন সময়ে মিউনিসিপালিটি বোর্ডের সভায় যোগদান করেন এবং তাদের প্রতিটি ওয়ার্ডের ট্যাক্স কালেকশনের বিষয় এবং ওয়ার্ডের উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনাও করেন।
কিন্তু গত ২৮ আগস্ট হাইলাকান্দি মিউনিসিপালিটি বোর্ডের যে বোর্ড মিটিং অনুষ্ঠিত হয় সেটাতে তারা তিনজন ওয়ার্ড কমিশনারের প্রতিনিধি ৩নং ওয়ার্ডের কমিশনারের প্রতিনিধি অমিত সেন, ৭নং ওয়ার্ডের কমিশনার শিল্পী দাসের প্রতিনিধি অরুন দাস এবং ১৩নং ওয়ার্ডের কমিশনার সুপর্ণা দাসের প্রতিনিধি চিন্ময় দাস (মানু) বোর্ড মিটিং আরম্ভ হওয়ার পূর্বেই সেখান থেকে চলে আসেন।
তিনি জানান যে পৌরপতি কল্যাণ গোস্বামী তাদেরকে বোর্ড মিটিংয়ে ঢুকতে দেয়নি বলে যে খবর বেরিয়েছে তাহা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। এটা তাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য এই ধরনের নিউজ করানো হয়েছে।