ব্যুরো রিপোর্ট, বারইগ্রাম : বুধবার লামডিং-এ আমন্ত্রণ করে নিয়ে বরাকভ্যালী হকার সমিতির সদস্যদের সম্বর্ধনা দিয়ে সম্মানিত করলো অল আসাম হকার অ্যাসোসিয়েশন।
বদরপুরের রেলওয়ে হকারদের দীর্ঘ চার মাস থেকে বদরপুর রেল প্রশাসন ট্রেনে ফেরি করতে দেয়নি।
তাই বাধ্য হয়ে বরাক উপত্যকার হকাররা গত ১৯ আগস্ট থেকে তাদের সমস্যা সমাধানের দাবীতে আমরণ অনশন আন্দোলনে বসেন।
এক বিরাট আন্দোলনে নেমেছিল তারা!
শেষ পর্যন্ত করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালাসহ জেলা বিজেপি নেতারা হকারদের সহযোগিতায় এগিয়ে আসতে বাধ্য হন এবং তাদেরকে লাইনে ফেরী করতে মৌখিক অনুমতি দেওয়া হয়।
বরাকভ্যালীর হকারদের এই তীব্র আন্দোলনে অনুপ্রাণিত হয়ে অল আসাম হকার অ্যাসোসিয়েশন তাদের সম্মানিত করে।
পরে বরাকভ্যালী হকার সমিতিসহ অসমের সমস্ত হকারদের নিয়ে একটি সৌজন্যমূলক সভা অনুষ্ঠিত হয়।
এই সভায় আগামীতে অসমের সমস্ত হকারদের অযথা হেনস্থা করা বন্ধ করা সহ বিভিন্ন দাবী এবং সমস্যার স্থায়ী সমাধানে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
বরাকভ্যালীর হকারদের সাথে সৌজন্যমূলক এই সভায় উপস্থিত ছিলেন অল আসাম হকার অ্যাসোসিয়েশনের বিনোদ রাই, প্রদীপ ঘোষ, সমীর ধোপ, দীলিপ চক্রবর্তী।
তারা সিদ্ধান্ত নেয় যে অসমের সমস্ত হকারদের দাবী নিয়ে শীগ্রই অসমের মূখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সাথে দেখা করে দাবীগুলো তুলে ধরা হবে।
বরাকভ্যালী হকার সমিতির সম্পাদক প্রদীপ লোধ অল আসাম হকার অ্যাসোসিয়েশনকে এব্যাপারে পূর্ণ সমর্থন জানান।
এদিন সদ্য প্রয়াত বরাকভ্যালী হকার সমিতির সভাপতি সুভাষ দেবনাথের প্রয়াণে শ্রদ্ধাঞ্জলী স্বরূপ অল আসাম হকার অ্যাসোসিয়েশন এক মিনিট নীরবতা পালন করে।
অল আসাম হকার অ্যাসোসিয়েশন বরাকভ্যালী হকার সমিতির সম্পাদক প্রদীপ লোধ, সহসভাপতি রবিন্দ্র দেবনাথ, তাপশ দে, অসিত দাস, রঞ্জিত দেব, প্রাক্তন হকার সভাপতি স্বপন দে, রামু সরকার, পূর্ণ বাহাদুর ছেত্রী এবং সমাজ কর্মী মুন্নী ছেত্রীকে সংবর্ধনা দিয়েছে।
বরাকের বঞ্চিত হকারদের দুঃসময়ে তাদের পাশে এসে দাঁড়ানোর জন্য অল আসাম হকার অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানিয়েছেন সমাজকর্মী মুন্নী ছেত্রী।