হাইলাকান্দি ৩ আগস্ট : হাইলাকান্দি জেলায় অমৃত বৃক্ষ আন্দোলন কর্মসূচির দ্বিতীয় দিনে শুক্রবার ডিসি অফিস প্রাঙ্গনে চারা গাছ লাগালেন জেলা আয়ুক্ত।
এবছর অমৃতবৃক্ষ আন্দোলনের দ্বিতীয় পর্যায়ে পাঁচ লক্ষ চারা গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নিয়ে বন বিভাগ চারা গাছ বন্টন অব্যাহত রেখেছে।
উল্লেখ্য আগামী ১৫ আগস্ট পর্যন্ত জেলাকে সবুজায়নের জন্য এই কর্মসূচি অব্যাহত থাকবে।
এই কর্মসূচির জন্য জেলার সব বিভাগে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা ইতিমধ্যে ধার্য করা হয়েছে।
এদিকে জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে গাছের চারা রোপনের জন্য চারা গাছ বন্টন শুরু হয়েছে।
বন বিভাগ থেকে ইতিমধ্যেই রোপনের জন্য মাটিজুরি হায়ার সেকেন্ডারি স্কুলকে ৬৮০টি, সোনাহর আলি মেমোরিয়াল হায়ার সেকেন্ডারিকে ৫৭৫টি এবং শিবুতার এম ইকে ৪২০টি চারা গাছ দেওয়া হয়েছে।
এছাড়া, নর্থ উজানকুপা এলপিকে ৩৫০টি, রাঙ্গাউটি গার্লস হাইস্কুলকে ২৮৫ টি এবং সরসপুর এম ইকে ২৮০টি গাছের চারা তুলে দেওয়া হয়েছে।