ব্যুরো রিপোর্ট, ধলাই : রাজ্য সরকারের নির্দেশে এখন থেকে প্রতিটি সমবায় সমিতির সেয়ার হোল্ডারদের তাদের ব্যক্তিগত বায়োডাটা দিতে হবে।
জমিজমার বৃত্যান্ত, লোন গ্রহনের তথ্য, নমিনীর তথ্য সহ আধার কার্ডের প্রতিলিপি নিজ নিজ সমবায় কার্যালয়ে এনে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
সরকারের দেওয়া নির্দিষ্ট ফরমেটে সেয়ার হোল্ডারদের যাবতীয় বায়োডাটা পূরন করে জমা দিতে হবে সমবায় কার্যালয়ে।
কম্পিউটারাইজাশন অব প্যাকস নিয়ে বুধবার ধলাই সমবায় সমিতি কার্যালয়ে আয়োজিত এক সচেতনা সভায় বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত কথা গুলো বলেছেন শিলচর সমবায় সমিতি কার্যালয়ের সিনিয়র ইন্সপেক্টর সঞ্জয় কুমার বর্মন।
তিনি বলেন, প্যাকস অর্থাৎ প্রাইমারি আ্যগরিক্যালচারাল ক্রেডিট সোসাইটির অধীনে রয়েছে রাজ্যের বিভিন্ন সমবায় সমিতি।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধলাই সমবায় সমিতির চেয়ারম্যান সুকুমার পাল, ভাইস চেয়ারম্যান হিফজুর রহমান লস্কর, সচিব দেবব্রত সিংহ প্রমুখ।