হিবজুর রহমান বরভুইয়া : আসামে বৃক্ষ অর্থনীতিকে শক্তিশালী করতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে কাছাড় জেলার ফরেস্ট ডিভিশনে চার লক্ষ গাছের চারা রোপণের সংকল্প নেওয়া হয়েছে।
আজ কাছাড়ের ডিএফও বিজয় পালভে সাংবাদিকদের জানান কাছাড় জেলার ১২৬টি জিপি অফিসে গাছের চারা বিতরণ করা হয়েছে।
জিপি অফিস থেকে এই চারা অঙ্গনওয়াড়ি কেন্দ্রসহ স্কুল ও কলেজে লাগানো চলছে।
দু’দিনের মধ্যে গাছের চারা লাগানো সম্পূর্ণ হবে বলে জানান কাছাড়ের ডিএফও বিজয় পালভে। এ উপলক্ষে মূল অনুষ্ঠান রাখা হয়েছে ১৭ সেপ্টেম্বর।