ব্যুর রিপোর্ট, ধলাই : গণ বন্টন ব্যবস্থাকে আরও সুচারু করে গড়ে তুলতে এবং সমবায় সমিতিগুলোকে দুর্নীতি মুক্ত করে আরও আধুনিকরন করতে কম্পিউটারাইজাশন অব প্যাকস কার্যক্রম চালু করেছে রাজ্য সরকার।
এই কার্যক্রমের মাধ্যমে খাতায় লিপিবদ্ধ করে রাখা সমবায়ের সেয়ার হোল্ডারদের যাবতীয় বায়োডাটা এবং সমবায় সমিতিগুলোর যাবতীয় নথিপত্র ডিজিটালাইজড করা হবে।
শনিবার প্যাকসের দ্বিতীয় দফার কার্যক্রম চালু হয়েছে সোনাই সার্কেলের বিভিন্ন সমবায় সমিতিতে।
এদিন নবার্ডের কাছাড় প্রজেক্টের ইনচার্জ এমডি আজমত রহামানের তত্বাবধানে ধলাই, পালংঘাট, নরসিংপুর এবং ভূবনহিল সমবায় সমিতির নথিপত্র একযোগে পরীক্ষার কাজ শুরু হয়েছে।
সমিতি গুলোর সচিব যথাক্রমে দেবব্রত সিংহ (ধলাই), রেজাউল করিম চৌধুরী (নরসিংপুর), ফজল হোসেন খান (ভূবনহিল) এবং আব্দুল কালামের (পালংঘাট) কাছ থেকে সমিতি ও সেয়ার হোল্ডারদের কাছ থেকে বিভিন্ন তথ্য জেনে নেন নবার্ড আধিকারিক।
নবার্ডের কাছাড় ইনচার্জ আজমত রহমান বলেন ধলাইতে চারটি সমবায়ের কাজ শুরু হলেও পর্যায়ক্রমে কাছাড়ের প্রতিটি সমবায়েও এ ধরনের কাজ চলবে।