হিফজুর রহমান বড়ভুইয়া : শিলচর এনআইটি ক্যাম্পাসের জিমখানা পার্কে সোমবার সকাল থেকে নতুন করে শুরু হয়েছে ছাত্র-ছাত্রীদের সত্যাগ্রহ আন্দোলন।
তাদের দাবি একটাই, কোজ বুকোরের আত্মহত্যার বিচার চাই।
উল্লেখ্য যে শুক্রবার রাতে শিলচর এনআইটি হোস্টেল ৭-এ ইলেকট্রিক বিভাগের এক ছাত্র গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
তার সহপাঠীরা জানিয়েছিলেন ৩য় বর্ষ পঞ্চম সেমিস্টারে বেক লাগার দরুন কোচ বকোর নামের ছাত্রটি আত্মহত্যা করে।
তারা একাডেমিকের ডীন ড০ বি কে রায় বিরুদ্ধে মৃত ছাত্রটির সাথে দুরব্যবহার এবং অন্যান্য ছাত্রের সাথেও তিনি প্রায় দুর্ব্যবহার করে থাকেন বলে অভিযোগ করে।
তাঁর এই দুর্ব্যবহারের জন্য কোচ বুকোর আত্মহত্যা করেছেন বলে বিচার চেয়ে শিলচর এনআইটি ক্যাম্পাসের জিমখানা পার্কে সোমবার সকাল প্লে কার্ড হাতে নিয়ে ছাত্র-ছাত্রীরা শান্তিপূর্ণ সত্যাগ্রহ আন্দোলন বসে।