সুপ্রিয় পাল, দুল্লভছড়া : বিদ্যানগর আসাম টি কর্পোরেশন (আইটিসি) পরিচালিত চা বাগাণ বেসরকারি প্রতিষ্ঠানে রূপান্তরিত করার প্রতিবাদে বুধবার উত্তপ্ত হয়ে ওঠে।
মালিক পক্ষের লোকেরা যখন মূল্যবান যন্ত্রাদি কেটে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল তখন বাগানের শ্রমিকরা বাধা প্রদান করেন।
এতে উত্তপ্ত হয়ে ওঠে বাগান চত্তর।
তাই পরিস্থিতি সামাল দিতে করিমগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার, রামকৃষ্ণনগরের সার্কুল অফিসার ও রামকৃষ্ণনগর থানার ওসি সহ সিআরপিএফ বাহিনীকে ঘটনাস্থলে ছুটে আসতে হয়।
বাগান পঞ্চায়েতের লোকদের না জানিয়ে সরিয়ে নিতে আসায় মালিকপক্ষের লোকদের থানায় পাঠিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হয়।
জানা যায় নতুন যন্ত্রাদি বসানোর জন্যই পুরনোগুলো সরিয়ে নেওয়া হচ্ছিল।
এতে সত্যতা নিয়ে অনেক প্রশ্ন উত্থাপিত হচ্ছিল বাগান শ্রমিকদের মধ্যে।
এছাড়া যেহেতু প্রতিটি বাগানেই পঞ্চায়েত রয়েছে তাদেরকে অবগত করানো প্রয়োজন ছিল। তবে নতুন বাগান পঞ্চায়েত গঠনের পরই বিভিন্ন সিদ্ধান্তের অবসান ঘটবে বলে জানা যায়।