শুরু হল শিলকুড়ির বরমবাবা মেলা, চলবে তিনদিন ব্যাপী

Spread the love

গণআওয়াজ প্রতিনিধি, শিলকুড়ি : বৃহস্পতিবার সকালে শিলচর রামকৃষ্ণ মিশনের স্বামী গুণতিতানন্দজি মহারাজ ফিতা কেটে ৮৩তম বরমবাবা মেলার সূচনা করবন।

উপস্থিত ছিলেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা, লক্ষীপুরের বিধায়ক কৌশিক রাই, বরাক চা শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক রাজদীপ গোয়ালা, শিলকুড়ি চা বাগানের এমডি এনকে বাগলা সহ অন্যান্যরা।

এ উপলক্ষে ক্যমুনিটি হলে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বামী গুণতিতানন্দজি মহারাজ ধর্মীয় দিক নিয়ে আলোচনা করেন।

বিধায়ক কৌশিক জানান, বরম বাবা মন্দিরে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুসারে একটি জগন্নাথ মন্দির নির্মাণ করা হবে।

বক্তব্য রাখেন দুই সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও কৃপানাথ মালা সহ অন্যান্যরা।

মেলার উদ্বোধনের পর বরাক উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে আসা দোকানীরা তাদের পসরা সাজিয়ে বসেন।

মেলা চত্বরে চরকি, টয় ট্রেন, ব্রেক ডান্স ইত্যাদিও বসেছে। এছাড়া বিভিন্ন স্থান থেকে সাধু-সন্তরাও আসতে শুরু করেছেন।

মেলাকে কেন্দ্র করে বৈদ্যুতিক আলোয় সাজিয়ে তোলা হয়েছে চত্বর। পূজা পাঠের জন্য সব মন্দির ভোর চারটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকবে বলে জানিয়েছেন মন্দির কমিটির কর্মকর্তারা।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token