নেই রেডিওলজিষ্ট! সিভিল হাসপাতালে সনোগ্রাফী বন্ধ, এটা কি বৈষম্য নয়?

Spread the love

নিউজ ডেক্স, গণআওয়াজ : রেডিওলজিষ্টের অভাবে শিলচর সিভিল হাসপাতালের বিনামূল্যে সনোগ্রাফীর সুবিধা আজ থেকে বন্ধ হয়ে গেল।

হাসপাতালে চিকিৎসাধীন এবং বহির্বিভাগের রোগীরা আর এই সুবিধা পাবেন না।

তবে এর প্রতিবাদে আজ সিভিল হাসপাতালের সামনে বিক্ষোভ দেখিয়েছে সিভিল হাসপাতাল আধুনিকীকরণ দাবি কমিটি।

প্রায় এক ঘণ্টার এই বিক্ষোভ প্রদর্শন চলার সময় অবিলম্বে রেডিওলজিষ্ট নিয়োগ করে আর্থিক দিক থেকে দুর্বল পরিবারের রোগীদের বিনামূল্যের পরিষেবা বহাল রাখার দাবী ওঠে।

আসাম সরকার রাজ্যের সমস্ত সিভিল হাসপাতালে সনোগ্রাফী সহ বেশ কিছু রোগ নির্ণয়ের জন্য বিনামূল্যে রক্তের পরীক্ষার ব্যবস্থা করেছে।

কিন্তু শিলচর সিভিল হাসপাতালের এই হঠকারী সিদ্ধান্তে সরকারের এই জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত হবেন কাছাড় জেলার মানুষ।

এছাড়া এই সিভিল হাসপাতালে বেশ কিছু দিন থেকে অস্তি, চক্ষু, শল্য বিভাগে কোনো চিকিৎসক নেই। যার ফলে এসব রোগীদের সরকারী চিকিৎসা পরিষেবা আগেই বন্ধ করে দেওয়া হয়েছে।

বরাক উপত্যকার প্রাণকেন্দ্র শহর শিলচরের ঐতিহ্যবাহী সিভিল হাসপাতালের এই করুণ অবস্থার পরও নীরব শিলচরের বিধায়ক দ্বীপায়ন চক্রবর্তী সহ উপত্যকার জনদরদি বিধায়ক এবং সাংসদরা।

বরাকের মানুষের প্রতি এর চেয়ে লজ্জাজনক এবং নিষ্ঠুরতার আর কি উদাহরণ হতে পারে?  এদিন বিক্ষোভে উপস্থিত ছিলেন হরিদাস দত্ত, সুরজিৎ সোম, সত্যজিৎ গুপ্ত, হিল্লোল ভট্টাচার্য, নন্দ দুলাল সাহা, খাদেজা বেগম লস্কর, হিউম্যান সায়েন্স এর সমির বোস, ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির সাবির আহমেদ, রূপম সাংস্কৃতিক সংস্থার ভাস্কর দাস প্রমূখ।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token