জুলি দাস
করিমগঞ্জ, ২৪ সেপ্টেম্বর : সড়কের পাশে থাকা ধাবা সহ অন্যান্য খাবারের দোকানে অবৈধ মদ বিক্রি বন্ধ করতে লাগাতার অভিযান চালাচ্ছে পুলিশ এবং আবগারি বিভাগ।
প্রায় প্রতিদিন পৃথক পৃথকভাবে অভিযান চালাচ্ছে পুলিশ।
দুর্ঘটনা প্রতিরোধ করতে এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান পুলিশ সুপার পার্থপ্রতিম দাস এবং আবগারি সুপার সিদ্ধার্থশংকর দত্ত।
রামকৃষ্ণনগর থানার অধিনে বিভিন্ন সড়কের পাশে অন্যান্য সামগ্রী আড়ালে কয়েকটি দোকানে অবৈধভাবে মদ বিক্রি করা হয়।
গোপন সূত্রে এই খবর পেয়ে শনিবার ভৈরবনগর এলাকায় অভিযান চালায় পুলিশ এবং এই অভিযানে ৪৫৬ বোতল ভারতে তৈরি বিদেশী মদ জব্দ করেছে পুলিশ।
অন্যদিকে, করিমগঞ্জ সদর থানার অধিনে বিভিন্ন এলাকায় অবৈধ মদ বিক্রি করার বিরুদ্ধে অভিযান চালায় আবগারি বিভাগ।
সরিষা, পোয়ামারা বাইপাস, সুভাষনগর, ছন্তরবাজার সহ আশপাশ এলাকায় অভিযান চালান বিভাগের কর্মীরা।
সড়কের পাশে থাকা ধাবা এবং অন্যান্য খাবারের দোকানগুলিতেও অবৈধভাবে মদ মজুদ রয়েছে কিনা এর তল্লাশি চালানো হয়।
অভিযানে আনুমানিক ৯.৩০ লিটার আইএমএফএল জব্দ করা হয়।
ফলে অসম আবগারি আইনের ধারা অনুযায়ী মোট চারটি মামলা নথিভুক্ত করা হয়। এছাড়া দুই হাজার টাকা জরিমানা করা হয়। অবৈধ মদ বিক্রির বিরুদ্ধে লাগাতার অভিযান চলবে বলে জানান আবগারি সুপার।