জুলি দাস, করিমগঞ্জ : হজরত মুহাম্মদের জন্ম দিবসে করিমগঞ্জে জুলুসে মুহাম্মদ উদযাপনের প্রস্তুতি চলছে।
২৮ সেপ্টেম্বর করিমগঞ্জ মাইজডিহি বড় মসজিদ থেকে বের হবে বিশাল শোভাযাত্রা।
সমাপ্ত হবে পোয়ামারার পার্শ্ববর্তী দক্ষিণ কানিশাইলে।
সেখানে অনুষ্ঠিত হবে সভা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সৈয়দ মুফিদুল হোসেন।
এছাড়া বক্তব্য রাখবেন জাতুয়া মাদ্রাসার অধ্যক্ষ এনাম উদ্দিন এবং দারুল উলুম সিনিয়র হাফিজিয়া মাদ্রাসার সভাপতি হারুন রশিদ।
সভাস্থলে এসে প্রস্তুতি খতিয়ে দেখে গেছেন জুলুসে মুহাম্মদি উদযাপন কমিটির সভাপতি সৈয়দ মুফিদুল হোসেন।
উল্লেখ্য যে ২০১৮ সালে করিমগঞ্জে প্রথম হজরত মুহাম্মদের জন্ম দিবসে বিশাল শোভাযাত্রা বের করা হয়। তবে করোনার জন্য দুই বছর বন্ধ ছিল।
হারুন রশিদ গণ আওয়াজকে জানিয়েছে, শান্তির জন্য এই শোভাযাত্রা বের করা হয়। এতে অনেক হিন্দু জনগণও সহযোগিতা করেন।
গ্রিন ইন্ডিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান সাহাবুল ইসলাম চৌধুরী বলেছেন, এটা অত্যন্ত ভালো পদক্ষেপ। সবাই যাতে শান্তিতে থাকেন, এটাই চেয়েছিলেন হজরত মুহাম্মদ।