জাতীয় শিক্ষানীতি বাতিলের দাবীতে শিলচরে বিক্ষোভ এআইডিএসও-র

Spread the love

হিবজুর রহমান বরভুইয়া : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৪ তম জন্মদিবসে এআইডিএসও শিক্ষা, সংস্কৃতি ও মানবতা বিরোধী জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিলের দাবীতে আজ শিলচরে বিক্ষোভ প্ৰদৰ্শন করেছে।

সংগঠনের কর্মী সমর্থকরা রবিন্দ্র মূর্তির সামনে জড়ো হয়ে শিক্ষার ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক ও বিজ্ঞানভিত্তিক চরিত্র ধ্বংস করা চলবে না সহ বিভিন্ন স্লোগানে কাঁপিয়ে তুলেন।

বক্তব্য রাখেন সংগঠনের জেলা সম্পাদক গৌর চন্দ্র দাস, জেলা কমিটির কোষাধ্যক্ষ পল্লব ভট্টাচার্য প্রমুখ।

 তারা জানান শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে শহীদ কনকলতার আত্মবলিদান দিবস থেকে মহান মনীষী ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবস পর্যন্ত সারা রাজ্যে সপ্তাহব্যাপী প্ৰতিবাদ দিবস পালন করা হয়।

রাজ্যে নয় হাজার স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে এবং আরও এগারো হাজার স্কুল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তাদের অভিযোগ, শিক্ষার ব্যবসায়ীকরণ ঘটিয়ে কর্পোরেটদের মুনাফা লুটার সুযোগ করে দিতেই জাতীয় শিক্ষানীতি ২০২০ চালু করা হয়েছে।

তাই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে ছাত্র ছাত্রীদের সংগঠন থেকে ছাত্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।

এদিন সংগঠনের পক্ষ থেকে আশ্রম রোড, দুধপাতিল, কনকপুর, ধোয়ারবন্দ, শ্রীকোনা, স্বামিজী রোড, রংপুর সহ বিভিন্ন স্থানে ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের ফটো বসিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভানেত্রী স্বাগতা ভট্টাচার্য সহ জেলা কমিটির সদস্য সদস্যারা।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token