ব্যুরো রিপোর্ট, গণআওয়াজ : সংবাদ সংগ্রহ করতে যাওয়া সংবাদিকদের সঙ্গে বিতর্কে জড়ালেন বড়বাবু আব্দুল জলিল।
কারো পকেটের টাকা নয়, সরকারী ট্যাক্সের তিন লক্ষ টাকা গায়েব হল শিলচর সিনিয়র সাব-রেজিস্ট্রার অফিস থেকে।
খবর দ্রুত ছড়িয়ে পড়ে অফিস পাড়ায়। সাংবাদিকরা ছুটে যান চাঞ্চল্যকর এই সংবাদ সংগ্রহ করতে।
কিন্তু বিতর্কে জড়ালেন সিনিয়র সাব-রেজিস্ট্রার অফিসের বহু বিতর্কিত বড়বাবু আব্দুল জলিল মাঝারভূইয়া।
টাকা গায়েব হয়েছে বড়বাবু আব্দুল জলিল মাঝারভূইয়ার টেবিলের ড্রয়ার থেকে।
ঘটনাটি নিয়ে বড়বাবু মাঝারভূইয়া সদর থানায় একটি এজাহার দায়ের করেছেন।
কিন্তু ঘটনাকে ঘিরে রহস্যের দানা বেঁধেছে।
সাংবাদিকরা তাকে টাকা গায়েব হওয়া নিয়ে জিজ্ঞেস করলে তাদের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন বহু বিতর্কিত এই বড়বাবু।
তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি নিজে টাকা লুকিয়ে মিথ্যা হারানোর অভিনয় করছেন।
এর আগেও তিনি এভাবে টাকা চুরি হয়েছে বলে অভিনয় করে আত্মসাৎ করার অভিযোগ রয়েছে।
এটা নাকি সরকারী টাকা আত্মসাৎ করার তার কৌশল।
নিজে টাকা আত্মসাৎ করে ননী নাথ নামের চতুর্থ শ্রেণীর কর্মিকে সন্দেহ করছেন। কিন্তু ননী জানিয়েছেন তিনি এব্যাপারে অবগত নন। তার উপর সন্দেহ করা ভিত্তিহীন।