মুখ্যমন্ত্রীর রক্তচক্ষুকে বৃদ্ধাংগুল? কাটিগড়া সাব রেজিস্ট্রার অফিসে স্বঘোষিত মুহরিদের দৌরাত্ম্য

Spread the love

ব্যুরো রিপোর্ট, কাটিগড়া : জমি দালালদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর রক্তচক্ষুকে বৃদ্ধাংগুল দেখিয়ে কাটিগড়া সাব রেজিস্ট্রার অফিসে স্বঘোষিত মুহরিদের দৌরাত্ম্য।

সাব রেজিস্ট্রারের লিখিত ফরমান অমান্য করে অফিস ক্যাম্পাসে সরকারী কাজে জনাকয়েক অবৈধ ব্যক্তির দখলদারী।

জমি কেনা বেচারার ক্ষেত্রে নাজেহাল সাধারণ মানুষ।

প্রতিদিন জমি কেনাবেচা, দলিলের নকল, নামজারি, তৌজি খাজনা ইত্যাদি নানা কাজে কাটিগড়া সাব রেজিস্ট্রার অফিস এবং ভূ-বাসন অফিসে ভিড় জমান গ্রামাঞ্চলের সাধারণ মানুষ।

গ্রামাঞ্চল থেকে আসা সহজ সরল মানুষের জমি কেনাবেচার সরকারি অনুমতি এবং রেজিস্ট্রেশন ক্ষেত্রে মোহরিদের দারস্ত হতে হয়।

এক্ষেত্রে কাটিগড়া সাব রেজিস্ট্রার অফিসে পসরা সাজিয়ে বসা একাংশ অবৈধ মোহরিদের খপ্পরে পড়ে সর্বস্ব হারাচ্ছেন সাধারণ মানুষ।

ভূ-সম্পত্তির গুরুত্ব পূর্ণ বিষয় নিয়ে রীতিমত ছেলে খেলায় মেতে উঠেছেন এই সমস্ত স্বীকৃতিহীন অবৈধ মোহরিরা।

যার ফলে ঘাটেরকড়ি ব্যয় করে ভূলে ভরা দলিল নিয়ে সরকারি অফিসের দ্বারে দ্বারে ঘুরতে হয় সাধারণ মানুষকে।

বৃহস্পতিবার দুপুরে এমন এক অবৈধ মোহরি ধরা পড়ে সাংবাদিকদের ক্যামেরায়।

জানা গেছে সাকিব আহমদ নামের ঐ ব্যক্তি এক সময় দুর্নীতির দায়ে বরখাস্ত এক মোহরির সঙ্গে কাজ করতেন।

মোহরির নামে বিভিন্ন দুর্নীতির দায়ে সংস্লিষ্ট কর্তৃপক্ষ ঐ ব্যক্তিকে বরখাস্ত করার পর, তার নিকটাত্মীয় সাকিব প্রায়ই কার্যালয়ে এসে জমি কেনাবেচার নথিপত্র নিয়ে দৌড় ঝাঁপ করতে দেখা যায়।

এভাবেই লোকমান গনি নামে অপর এক ব্যক্তি সহ বেশ কয়েকজনকে প্রায়ই দেখা যায় কাটিগড়ার সাব রেজিস্ট্রার অফিস এবং স্যাটেলমেন্ট অফিসে ঘুরাঘুরি করতে। বিষয়টি নিয়ে কাটিগড়ার বর্তমান সাব রেজিস্ট্রার জেনিফা সুলতানা আহমদের মৌখিক প্রতিক্রিয়া জানতে চাইলে বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন বলে জানিয়েছেন তিনি।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token