সিপ্রীয়ান ডায়াস : হাইলাকান্দি এসকে রায় সিভিল হাসপাতালের মর্গের দুরবস্থা নিয়ে এবার মুখ খোললেন মাটিজুরি পাইকান জিপির সভাপতি রাজেশ চন্দ্র রায়।
জিপি সভাপতি রাজেশ হাইলাকান্দি এসকে রায় সিভিল হাসপাতালের মর্গের দুরবস্থা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
তিনি জানান, বুধবার মাটিজুরি পাইকান জিপির রণু দাশ নামের এক ব্যক্তি ফাঁসিতে আত্মহত্যা করে।
খবর পেয়ে তিনি ছুটে যান এবং পুলিশি তদন্তের পর স্থানীয় নাগরিকদের নিয়ে মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাইলাকান্দির এসকে রায় সিভিল হাসপাতালে নিয়ে আসেন।
কিন্তু মৃতদেহকে বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর একটা পর্যন্ত ময়নাতদন্ত না করায় দুর্গন্ধ বেরুতে থাকে।
অথচ জিপি সভাপতি রাজেশ চন্দ্র রায় নিজেও এই হাসপাতাল পরিচালন সমিতির একজন সদস্য।
তাই তিনি এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন, কিন্তু তাদের কাছ থেকে কোন সহযোগিতা পাননি।
পরে তিনি সাংবাদিক সম্মেলন করে হাইলাকান্দি এস কে রায় সিভিল হাসপাতালের মর্গে চরম অবস্থার কথা তুলে ধরেন।
তিনি ক্ষোভের সঙ্গে জানান, হাসপাতালের মর্গে জলের কোন অসুবিধা নেই, কারেন্ট নেই, ফ্রিজ নেই।
হাসপাতালের উন্নয়নের জন্য সরকার থেকে যে টাকা আসে সেই টাকা কর্তৃপক্ষ কোন খাতে ব্যবহার করেন সেটা তিনি জানতে চান।
তিনি জানান, হাসপাতাল চত্বরের চতুর্দিকে গার্বেজ ফেলে রাখা হয় যা থেকে হাসপাতালের চতুর্দিকের পরিবেশ দূষিত হচ্ছে।
হাসপাতালের প্রসূতি বিভাগেও বৈষম্যের অভিযোগ আনেন তিনি।
রাজেশ বলেন, সরকার থেকে যে অনুদান শিশু জন্মের পর মহিলাদের দেওয়া হয় তা থেকেও প্রকৃত হিতাধিকারীরা বঞ্চিত রয়েছেন। তিনি এই বিষয়ে সঠিক তদন্তের জন্য হাইলাকান্দি জেলা প্রশাসনের কাছে জোরালো দাবি জানান।