শিলচর,১৯ নভেম্বর : কয়েক দফা দাবি আদায়ে শনিবার বিক্ষোভ কৰ্মসূচী পালন করল অল আসাম মিউনিসিপ্যাল ওয়ার্কার্স ফেডারেশন।
রাজ্যের অন্য অংশের সঙ্গে শিলচর পুরসভার কর্মীরা ক্লাবরোডে ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
ঘণ্টাব্যাপী বিক্ষোভ শেষে জেলাশাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রী ও বিভাগীয় মন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করেন বিক্ষোভকারীরা।
উল্লেখ্য, ফেডারেশনের দাবি গুলো হলো-কর্মচারীদের ৬ থেকে ৩৭ মাস পর্যন্ত বকেয়া পরিশোধ করা, মাসের শেষে বেতন প্রদান এবং নির্দিষ্ট বেতনে কর্মরত বিভিন্ন কর্মচারীদের চাকরি প্রাদেশিককরণ করা।
এদিন কর্মকর্তারা জানান, তারা ২২ নভেম্বর দিসপুরের জনতা ভবনে আরেকটি ঐক্যবদ্ধ বিক্ষোভ কর্মসূচি পালন করবেন এবং ২৫ নভেম্বর কর্মচারীরা রাজ্য জুড়ে কর্মবিরতি ধর্মঘটে বসবেন।