রায়পুর, রাজ্য ব্যুরো : বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিধানসভা নির্বাচনের প্রস্তুতি চূড়ান্ত করতে বৃহস্পতিবার রায়পুরে পৌঁছেছেন।
তাদের সঙ্গে রয়েছেন বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষও। রাজ্য বিজেপি অফিস কুশাভাউ ঠাকরে কমপ্লেক্সে টিকিট বণ্টন নিয়ে দীর্ঘ আলোচনা হবে।
দল ইতিমধ্যে রাজ্যের ৯০টি বিধানসভা আসনের ২১টি আসনে প্রার্থী ঘোষণা করেছে, বাকি ৬৯টি আসনের নাম নিয়ে আলোচনা হবে।
দলীয় সূত্রের কথা মত মধ্যপ্রদেশের আদলে ছত্তিশগড়েও কেন্দ্রীয় মন্ত্রী ও সাংসদদের নির্বাচনী মাঠে নামানো হবে।
পাটন বিধানসভা কেন্দ্র থেকে সাংসদ বিজয় বাঘেলকে টিকিট দিয়ে ইতিমধ্যেই দল এটি শুরু করেছে।
এখন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রেণুকা সিং, রাজ্যসভার সদস্য সরোজ পান্ডে, সাংসদ অরুণ সাও, সাংসদ সন্তোষ পান্ডে এবং সাংসদ গোমতি সাইকে টিকিট দেওয়ার বিষয়ে বিবেচনা করা হচ্ছে।
মানা বিমানবন্দরে রাজ্য বিজেপি শাহ এবং নাড্ডাকে স্বাগত জানানো হয়। উপস্থিত ছিলেন, বিজেপির রাজ্য সভাপতি অরুণ সাও, সহ-ইন-চার্জ নীতিন নবীন, অজয় জামওয়াল, রাজ্য সাধারণ সম্পাদক পবন সাই, বিরোধী দল নেতা নারায়ণ চন্দেল, রাজ্য সাধারণ সম্পাদক ওপি চৌধুরী প্রমুখ।