সহকারী সাব-ইন্সপেক্টর গুলি করেছেন, দাবি মন্ত্রীর ভাইয়ের!
ব্রজরাজনগর, ২৯ জানুয়ারি : ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী নব কিশোর দাসের উপর গুলি চালানোর রহস্যের সৃষ্টি হয়েছে।
ব্রজরাজনগরের এসডিপিও গুপ্তেশ্বরের ভাই রবিবার বলেছেন, একজন সহকারী সাব-ইন্সপেক্টর এই কাজের সাথে জড়িত।
গোপাল দাস নামে পরিচিত সহকারী উপ-পরিদর্শককে গান্ধী চক-এ পদায়ন করা হয়েছিল। সহকারী সাব-ইন্সপেক্টর গোপাল দাস তার রিভলবার থেকে মন্ত্রী নব দাসকে লক্ষ্য করে গুলি করেন, ভাই জানান।
ভাইয়ের মতে, এএসআই কেন মন্ত্রীকে লক্ষ্য করে গুলি চালালেন তার সঠিক কারণ স্পষ্ট নয়। সংশ্লিষ্ট কর্মকর্তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
কার নির্দেশে এএসআই মন্ত্রীকে গুলি করেছে জানতে চাইলে এসডিপিও বলেন, এ বিষয়ে তেমন কোনো তথ্য নেই।
এর আগে ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী তথা সিনিয়র বিজেডি নেতা নব দাস ব্রজরাজনগরের গান্ধী চকের কাছে গুলিবিদ্ধ হয়ে আহত হন। ঘটনাটি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে, কারণ একটি মেগা প্রোগ্রামে যোগ দেওয়ার জন্য নব দাসকেও পুলিশ এসকর্ট দেওয়া হয়েছিল।