ব্যুরো রিপোর্ট, গণআওয়াজ হাইলাকান্দি : বেহাল গলিপথ! নিজের ওয়ার্ডের উন্নয়নে ব্যর্থ হাইলাকান্দি পুরসভার চেয়ারম্যান কল্যাণ গোস্বামী।
পুরসভার চেয়ারম্যানের ওয়ার্ডের বেহাল গলিপথে চরম দুর্ভোগে পুরনাগরিকরা।
কিন্তু পৌরসভার চেয়ারম্যান নিজের বাড়ি সংলগ্ন রাস্তাকে রঙিন ব্লক দিয়ে সাজিয়ে তুলেছেন।
নাগরিকরা জান্নুমে যাক, চেয়ারম্যানের এমন মনোভাবের চিত্র উঠে এসেছে।
প্রদীপের নিচই অন্ধকার! শেষ পর্যন্ত এটাই প্রমানিত হল হাইলাকান্দির ১৫ নং ওয়ার্ডে।
এই ওয়ার্ডের পুরকমিশনার কল্যাণ গোস্বামী হাইলাকন্দি পৌরসভার চেয়ারম্যান।
ওয়ার্ডের মানুষ তাঁর উপর অনেক আশা করেছিলেন, এবার তাদের বর্ষার সময় আর কাঁদা মাড়াতে হবে না।
নিজের ওয়ার্ডেই রয়েছেন চেয়ারম্যান, তিনি অন্তত নিজের ওয়ার্ডের উন্নয়ন করবেন।
কিন্তু এটা ছিল তাদের ভ্রান্ত ধারনা।
চেয়ারম্যান কল্যান গোস্বামী তার ওয়ার্ডের মানুষকে অন্ধকারে রেখে নিজের বাড়ি সংলগ্ন রাস্তাকে রঙিন ব্লক দিয়ে সাজিয়ে তুলে তা প্রমান করে দিয়েছেন।
কিন্তু এই কাজও কি স্বচ্চভাবে করা হয়েছে! না দুর্নীতি সংগঠিত করা হয়েছে?
কারন কাজের কোন তথ্য ফলকই লাগানো হয়নি?
তবে অর্ডার কপি এসেছে পৌঁছেছে গণআওয়াজ-এর হাতে।
দেখা গেছে মাত্র ২০০ মিটার রাস্তার জন্য বরাদ্ধ হয়েছে ৫০ লক্ষ টাকা।
একদিকে নাগরিক বৈষম্য এবং অন্যদিকে চেয়ারমেনের বাড়ি সংলগ্ন মাত্র দু’শ মিটার কাজের জন্য এই বৃহৎ পরিমানের অর্থ মঞ্জুর!
স্বাভাবিক কারনেই প্রশ্ন দেখা দিয়েছে, তাহলে কি এই কাজেও ব্যাপক দুর্নীতি সংগঠিত হল?
তার সঠিক তথ্য বেরিয়ে আসতে পারে একমাত্র নিরপেক্ষ তদন্তে।
কিন্তু গণআওয়াজ-এর ক্যামেরায় চেয়ারম্যানের ওয়ার্ডের নাগরিক বৈষম্যের চিত্র প্রকাশ্যে এসেছে। নিজের বাড়ি সংলগ্ন রাস্তাকে রঙিন ব্লক দিয়ে সাজিয়ে তুলা হলেও ওয়ার্ডের বেহাল গলিপথে চরম দুর্ভোগে পুরনাগরিকরা।