স্কুলের জমি জবরদখল, সরকারি সম্পত্তির ক্ষতিসাধন : শিক্ষকের বিরুদ্ধে আদালতে মামলা

Spread the love

হাইলাকান্দি প্রতিনিধ : স্কুলের জমি জবরদখল করার অভিযোগে হাইলাকান্দিতে এক শিক্ষকের বিরুদ্ধে আদালতে মামলা হল।

এই মামলা হয়েছে আব্দুল নূর লস্কর নামের এক সরকারি শিক্ষকের বিরুদ্ধে।

এই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, তিনি স্কুলের ভূমি জবরদখল করেছেন এবং স্কুল বিল্ডিং সহ সরকার বরাদ্দকৃত প্রকল্প ভেঙে গুড়িয়ে দিয়েছেন।   

ঘটনাটি হাইলাকান্দি শহরের উপকণ্ঠ ভিছিংচা দ্বিতীয় খণ্ড গ্ৰামের।

এনিয়ে এলাকা তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ওই শিক্ষকের বিরুদ্ধে হাইলাকান্দি আদালতে CR 1082/2023. ধারায় মামলা করেছে হোসেন আহমদ বড়ভূইয়া নামের এক ব্যক্তি।

মামলায় উল্লেখ করা হয়েছে, ময়নুল হক চৌধুরী মেমোরিয়াল এলপি স্কুল ২৩১ নং ইংলাইরপার এলপি স্কুলের সঙ্গে সংযুক্তের পর ওই স্কুলের তদানীন্তন প্রধান শিক্ষক আব্দুল নূর লস্কর জমি দখল করে সরকার কর্তৃক নির্মিত স্কুলের রান্নাঘর ও টয়লেট ভেঙে নিজের বাড়িতে নিয়ে যান।

স্কুলের ভিটের মাটিও তিনি বিক্রি করেছেন। এলাকাবাসী প্রতিবাদ করলে কোন গুরত্ব দেননি ওই শিক্ষক।

শিক্ষা বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষকে এবিষয়ে অবগত করলে বিভাগীয় কর্মকর্তারা জানিয়েছেন এগুলো স্বস্থানে পুনঃ নির্মাণ করে দেওয়া হবে।

কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও কিছু হয়নি, তাই এলাকাবাসী আদালতে মামলা করতে বাধ্য হন।

এদিকে মামলার পর পুলিশ সোমবার সরজমিন তদন্ত করে অভিযুক্ত ২৩১ নং ইংলাইরপার এলপি স্কুলের সহকারী শিক্ষক আব্দুল নূর লস্করকে খোঁজছে।

সোমবার মামলাকারী হোসেন আহমদ বড়ভূইয়া সহ রহিম উদ্দিন বড়ভূইয়া, সামসুল হক লস্কর, তছির উদ্দিন চৌধুরী, নিমার আলী লস্কর, মজিবুর রহমান মজুমদার, কামাল উদ্দিন চৌধুরী প্রমুখ গণআওয়াজ এর কাছে তাদের প্রতিক্রিয়া তুলে ধরেন।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token