ওয়াহিদুর রহমান : সমাজ সংস্কারক সমিতির উদ্যোগে করইগুড়িতে বের হল ড্ৰাগস বিরোধী সজাগতা রেলী।
শিক্ষক, সমাজের সচেতন ব্যক্তি এবং তিনটি গ্রামের মানুষ একত্ৰিত হয়ে হয়ে এই ড্ৰাগস বিরোধী সজাগতা রেলী করেন।
বৰ্তমান সময়ে সংখ্যালঘু সমাজের মানুষকে ড্ৰাগসের বিরুদ্ধে সচেতন হয়ে উঠতে দেখা যাচ্ছে। স্থানে স্থানে গঠন করা হচ্ছে ড্ৰাগস নিৰ্মূল কমিটি।
বিভিন্ন প্ৰান্তের সঙ্গে করইগুড়িতেও ড্ৰাগস সহ মাদক দ্ৰব্য, বাল্য বিবাহ এবং অসাজিক কার্যকলাপ বন্ধ করতে গঠন করা হয় কমিটি।
পুলিশ, সরকারী গাওঁবুঢ়া, শিক্ষক সমাজ সহ তিনটি গ্রামের সচেতন নাগরিক একত্ৰিত হয়ে গঠন করেছেন “সমাজ সংস্কারক” নামে একটি শক্তিশালী কমিটি।
ছাত্ৰ-ছাত্ৰীরাও হাতে প্লেকাৰ্ড নিয়ে বাল্য বিবাহ বন্ধ কর, শুধ খাওয়া বন্ধ কর, মদ খাওয়া বন্ধ কর ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।