অনিমেষ চক্রবর্তী, বড়খলা : বড়খলা বিধানসভার চন্দ্রনাথপুর জিপির লতাছড়া, ইটখলা, পানিছড়ায় আজও পৌঁছেনি বিদ্যুৎ সংযোগ।
ডিজিটেলের যোগে এই এলাকার মানুষকে রাতের অন্ধকারে কোপি জ্বালিয়ে ঘর আলোকিত করতে হচ্ছে।
ছাত্র-ছাত্রীরাদেরকেও লেখা-পড়া করতে হচ্ছে কোপি বা মম জ্বালিয়ে।
প্রচণ্ড গরমে তাদের দিন কাটছে গাছের তলায়। রাতেও ঘরে ঠিকমত ঘুমোতে পারছেন না।
এই অভিযোগ নিখিল রী, মহীম মুণ্ডা, বিকাশ রী, অনাত রী, কুতুব উদ্দিন লস্কর, বাবুল উরাং সহ অন্যান্যদের।
তাদের অভিযোগ, মুজিবুর নামের এক ঠিকাদার বিদ্যুৎতের ট্রান্সফর্মা বসিয়ে তার ঝুলিয়ে কানেকশন দেওয়ার নামে প্রত্যেকের কাছ থেকে তিন হাজার টাকা করে উধাও হয়ে যায়।
তারা সাংসদ রাজদ্বীপ রায়, বড়খলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্করের কাছে অভিযোগ করেও কোন সুবিচার পান নি।
জিপি সভাপতি গনেশ সিং ছেত্রীও কোন পাত্তা দেননি।
এবার তারা আসামের মুখ্যমন্ত্রী, বিদ্যুৎমন্ত্রী এবং কাছাড়ের জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করছেন।
তাদের দাবী, অভিলম্বে এলাকার প্রতিটি ঘরে বিদ্যুৎ সংযোগ দিতে হবে এবং দুর্নীতিবাজ ঠিকাদার মুজিবুরের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
অনিমেষ চক্রবর্তী, বড়খলা : বড়খলা বিধানসভার চন্দ্রনাথপুর জিপির লতাছড়া, ইটখলা, পানিছড়ায় আজও পৌঁছেনি বিদ্যুৎ সংযোগ।
ডিজিটেলের যোগে এই এলাকার মানুষকে রাতের অন্ধকারে কোপি জ্বালিয়ে ঘর আলোকিত করতে হচ্ছে।
ছাত্র-ছাত্রীরাদেরকেও লেখা-পড়া করতে হচ্ছে কোপি বা মম জ্বালিয়ে।
প্রচণ্ড গরমে তাদের দিন কাটছে গাছের তলায়। রাতেও ঘরে ঠিকমত ঘুমোতে পারছেন না।
এই অভিযোগ নিখিল রী, মহীম মুণ্ডা, বিকাশ রী, অনাত রী, কুতুব উদ্দিন লস্কর, বাবুল উরাং সহ অন্যান্যদের।
তাদের অভিযোগ, মুজিবুর নামের এক ঠিকাদার বিদ্যুৎতের ট্রান্সফর্মা বসিয়ে তার ঝুলিয়ে কানেকশন দেওয়ার নামে প্রত্যেকের কাছ থেকে তিন হাজার টাকা করে উধাও হয়ে যায়।
তারা সাংসদ রাজদ্বীপ রায়, বড়খলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্করের কাছে অভিযোগ করেও কোন সুবিচার পান নি।
জিপি সভাপতি গনেশ সিং ছেত্রীও কোন পাত্তা দেননি।
এবার তারা আসামের মুখ্যমন্ত্রী, বিদ্যুৎমন্ত্রী এবং কাছাড়ের জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করছেন।
তাদের দাবী, অভিলম্বে এলাকার প্রতিটি ঘরে বিদ্যুৎ সংযোগ দিতে হবে এবং দুর্নীতিবাজ ঠিকাদার মুজিবুরের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
আর না হলে আগামী নির্বাচনে বৃহত্তর এলাকার মানুষকে নিয়ে ভোট বয়কট সহ বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবেন বলে হুসিয়ারি দেন।
আর না হলে আগামী নির্বাচনে বৃহত্তর এলাকার মানুষকে নিয়ে ভোট বয়কট সহ বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবেন বলে হুসিয়ারি দেন।