হাইলাকান্দি প্রতিনিধি : ভুপেন-রকিবুলের ঔষধ বিক্রি বন্ধ হয়ে গেছে, কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভারত জোড় যাত্রা ছিল নাটক।
এভাবেই কংগ্রেস নেতৃত্বকে আক্রমন করলেন বিজেপির সংখ্যালঘু নেতা বুরহান উদ্দিন বড়ভূইয়া।
হাইলাকান্দিতে সাংবাদিক সম্মেলন করে কংগ্রেসের বিগত দিনের বিভিন্ন দূর্ণীতির কথা তুলে ধরেন বুরহান।
তিনি রাহুল এবং প্রিয়ঙ্কা গান্ধিকে আক্রমন করে বলেন, তাদের শরীরে ফরিণ কান্ট্রির ব্লাড রয়েছে।
তাই তাদের কাছে কতটুকু দেশপ্রেম থাকবে?
রাহুল এবং প্রিয়ঙ্কা দেশের বিভিন্ন স্থানে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে ছবি তুলে মিডিয়ায় প্রচার করে দেশের মানুষকে কংগ্রেসমুখী করতে চাইছেন।
এসব নাটক করে রাহুল ক্ষমতায় আসতে পারবেন না বলেন বুরহান।
বুরহান দাবি করেছেন, চব্বিশে আবারও কেন্দ্রে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার ক্ষমতায় আসবে।
তিনি প্রদেশ কংগ্রেসের সভাপতি ভুপেন বরা ও উপসভাপতি রকিবুল হোসেনকে অসমের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে নিয়ে প্রতারণার রাজনীতি বন্ধ করার আহ্বান জানান।
তিনি প্রশ্ন তুলে বলেন, রকিবুল মন্ত্রী থাকাকালীন সময়ে রাজ্যের সংখ্যালঘুদের কি কি উন্নয়ন হয়েছে?
কংগ্রেস শুধু মাত্র মিথ্যা প্রতিশ্রুতি দিয়েই গেছে।
অসমের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এআইইউডিফ দলকে যেভাবে বর্জন করেছে, ঠিক তেমনি কংগ্রেসকেও গ্ৰহণ করছে না।
আগামী নির্বাচনে ইভিএম মেশিনে এর প্রমাণ পাওয়া যাবে।
কারণ বিজেপি সরকারের আমলে জাতি ধর্ম নির্বিশেষে সকলের সমহারে উন্নয়ন হচ্ছে। বিজেপি উন্নয়নের রাজনীতি করছে এবং কংগ্রেস জনগণের সঙ্গে শুধু ভাওতাবাজি আর প্রতারণা করছে বলে মন্তব্য করেন বিজেপি নেতা বুরহান।