হিবজুর রাহমান : নগদীরগ্রাম ৩য় ও ৪র্থ খণ্ড এলাকা থেকে একটি গ্লেমার ও একটি ১৫০ পালসার বাইক চুরির ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে।
কিন্তু সাংবাদিক সাবির মজুমদারের রয়েল এনফিল্ড বাইক চুরির অপচেষ্টায় ব্যার্থ হয়েছে চোরের দল।
এদিকে সাবিরের পিছনের বাড়ি থেকে স্থানীয়রা উদ্ধার করলেন স্থানীয় সোনাম উদ্দিন লস্করের গ্লেমার বাইক।
স্থানীয় মজবুল হুসেন মজুমদারের ১৫০ পালসার বাইক চুরি হয়েছে গত রাত। এছাড়া নগদীরগ্রাম ৪র্থ খণ্ডের আনোয়ার হুসেন লস্করের এল্টো বাহনের গ্লাস ভেঙে গাড়ি চুরির চেষ্টা ব্যার্থ হয়।
জানা গিয়েছে বিশেষ কাজে সাবির মজুমদার বাহিরে ছিলেন এবং তার স্ত্রী সজাগ ছিলেন, এমতাবস্থায় দুজন চোর বারান্দায় রাখা রয়েল এনফিল্ড বাইকটি নেওয়ার চেষ্টা করে।
কিন্তু বাইকটি দীর্ঘ দিন থেকে অচল থাকায় সেটি সেখান থেকে সরাতে না পেরে চোরেরা বাড়ি থেকে বেরিয়ে যায়।
খবর পেয়ে ছুটে আসেন সাবির।
তিনি বাড়িতে পৌঁছাতেই এক চোর পাশের বাড়িতে থাকা বাইকটি নিয়ে যাওয়ার প্রচেষ্টা করলেও ব্যার্থ হয়।
প্রতিবেশীরা জড়ো হয়ে চোরকে তাড়া করলে সে পালিয়ে যায় এবং পেট্রোল পাম্পের সামনে আরো দুই চোরকে দাড়িয়ে থাকতে দেখা যায়।
তাদেরকে দেখে অরাও পালিয়ে যায়। এই দৃশ্যটি সিসিটিভি ক্যামেরায় বন্ধী হয়। সকালে খবর চাউর হতেই এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এদিকে এনিয়ে চুরি যাওয়া বাইকের মালিক মজবল হুসেন মজুমদার সোনাই থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।