শ্যামল আচার্য : রামকৃষ্ণ বিদ্যাপীঠে শচীন্দ্রমোহন দত্ত স্মৃতি মঞ্চে আমরা সবাই সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হল সাংস্কৃতিক অনুষ্ঠান।
প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ করেন রামকৃষ্ণনগরের বিশিষ্ট সংগীত শিক্ষক এবং রামকৃষ্ণ বিদ্যাপীঠ হায়ার সেকেন্ডারি স্কুলের প্রাক্তন সঙ্গীত শিক্ষক সজল কান্তি নাথ।
এছাড়াও ছিলেন, কদমতলা হাই স্কুলের প্রধান শিক্ষক অরুণ চৌধুরী, বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের রামকৃষ্ণ নগর আঞ্চলিক সমিতির সম্পাদক কৃষ্ণ চৌধুরী সহ বিশিষ্টজনরা।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন রামকৃষ্ণ বিদ্যাপীঠ হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ শরদিন্দু নাথ মজুমদার।
এদিন সরস্বতী বন্দনার নৃত্যের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের সূচনা করেন ঋত্বিকা দাস। স্বাগত ভাষণ দেন আমরা সবাই সাংস্কৃতিক সংস্থার সভাপতি মন্দিরা দেবরায়।
স্নাতক থেকে স্নাতকোত্তর স্তরে গোল্ড মেডেল অর্জন করা সঞ্চালী নাথ মজুমদারকে আমরা সবাই সাংস্কৃতির পক্ষ থেকে ফুলের তোড়া ও মেমেন্টো দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।
ত্রয়ী নৃত্য পরিবেশন করে শ্রীজিতা পান্তু দাস, অনায়া সিংহ, মাহিকা পান্ত দাস, ঋতিকা ভট্টাচার্য, সৌমিলী বিশ্বাস, রাজশ্রী ভট্টাচার্য।
কবিতা আবৃতি করেন সৌরি চক্রবর্তী, অরুণ চৌধুরী, বিশ্বজ্যোতি ভট্টাচার্য ও বিশ্বতোষ সেন।
একক সংগীত পরিবেশন করে স্মরণিকা নাথ, মনাঙ্কিতা দাস, সৌরভ ঘোষ, অন্তরীপ চৌধুরী, জয়ত্রী দত্ত, দীপাবলি দেবরায়, রোশনী কুর্মি, মহাশ্বেতা চক্রবর্তী, অনামিকা মল্লিক, পুষ্পিতা মোহন্ত, স্নেহাংশু রায়, বিজয়েতা পাল ও কাবেরী সরকার।
ছেলেদের মধ্যে দ্বৈতসঙ্গীত পরিবেশন করে সৌরভ ঘোষ ও অন্তরীপ চৌধুরী এবং মেয়েদের মধ্যে দ্বৈত সংগীত পরিবেশন করে মহাশ্বেতা চক্রবর্তী ও অনামিকা মল্লিক।
দ্বৈত নৃত্য পরিবেশন করে সুস্মিতা চৌধুরী ও পুনম চন্দ।
এই সুন্দুর সর্ণালী সন্ধ্যার সংগীত পরিবেশন করে আমরা সবাই সাংস্কৃতিক সংস্থার শিল্পীরা।
সমবেত নৃত্য পরিবেশন করে ঋত্বিকা দাস, পিয়ালী পাল, প্রজ্ঞা রায়, মৃন্ময়ী ভট্টাচার্য, মধুশ্রী রায় ও সায়নী সিনহা। পুরো অনুষ্ঠানে সংগীত শিল্পীদের সঙ্গে তবলায় সহযোগিতা করেন শ্যামল ভট্টাচার্য, রূপক পাল ও কৌস্তভ দাস।