হাইলাকান্দি প্রতিনিধি : হাইলাকান্দি জেলার রংপুরে ন্যায্য মূল্যের এক দোকানদারের উপর প্রাণঘাতী হামলা চালাল গ্ৰাহকরা।
গুরুতর জখম হয়েছেন ওই দোকানদার (ডিলার) সহ চারজন।
চলতি মাসের বরাদ্দ খাদ্য সুরক্ষার চাল দেওয়ার সময় গ্ৰাহকদের রোষে পড়েন ওই দোকানদার।
বেধড়ক মারপিটে গুরুতর জখম হয়েছেন পূর্ব হাইলাকান্দির রংপুর নর্থ গ্ৰামের ফকর উদ্দিন মজুমদার নামের ওই দোকানদার (ডিলার) সহ চারজন।
এই ঘটনার পর আহত ডিলার ফখর উদ্দিন মজুমদার একই গ্ৰামের তিন জনের বিরুদ্ধে বন্দুক মারা পুলিশ ফাঁড়িতে এজাহার দায়ের করেছেন।
অভিযুক্তরা হল- আনোয়ার হোসেন বড়ভূইয়া, মেহবুব কয়েছ বড়ভূইয়া ও জাকারিয়া হোসেন বড়ভূইয়া।
ডিলার ফকর এজাহারে উল্লেখ করেছেন, গত সোমবার সকাল আনুমানিক নয় ঘটিকায় তার নায্য মূল্যের দোকান থেকে খাদ্য সুরক্ষার চাল নিতে আসেন অভিযুক্ত গ্ৰাহকরা।
উভয়ই তার দোকানে অনাধিকার প্রবেশ করে জোরজবরদস্তি বর্ধিত চাল নিতে চাইলে তিনি বাধা দেন, সেই সময় তারা অস্ত্র দিয়ে দলবদ্ধ আক্রমণ চালিয়ে চালের বস্তা নেওয়ার চেষ্টা করে।
হাল্লা চিৎকার শুনে ফখর উদ্দিনের ভাইয়ের স্ত্রী সায়না বেগম ও আনাম উদ্দিন ঘটনাস্থলে আসলে তাদেরকেও দারালো অস্ত্র দিয়ে আঘাত করে অভিযুক্তরা।
এতে ফখর উদ্দিন, সায়না বেগম ও আনাম উদ্দিন গুরুতর ভাবে জখম হয়েছেন।
বর্তমানে তিনজনের মধ্যে দুজন হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে সায়না বেগমের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
উভয়ের শরীরের বিভিন্ন স্থানে দারালো অস্ত্রের ক্ষত বিক্ষত চিহ্ন দেখা যায়।
এদিকে, মঙ্গলবার এলাকাবাসী জড়ো হয়ে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে সঠিক তদন্ত ক্রমে অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন। এজাহারের পর পুলিশ তদন্ত শুরু করেছে, তবে অভিযুক্তদের গ্রেফতারের কোন খবর পাওয়া যায়নি।