হাইলাকান্দির শিক্ষা প্রতিষ্ঠানে শৌচালয় সংস্কারে পাওয়ার গ্রিড-জেলা প্রশাসনের মউ স্বাক্ষর

Spread the love

হাইলাকান্দি প্রতিনিধি : কেন্দ্রীয় শক্তি মন্ত্রকের অধীনস্থ মহারত্ন সংস্থা পাওয়ার গ্রিড করপোরেশন অফ ইন্ডিয়া এবং হাইলাকান্দি জেলা প্রশাসনের মধ্যে মউ স্বাক্ষর হল।

জেলার ১০৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের শৌচালয়ের সংস্কার এবং রক্ষণাবেক্ষণনের জন্য ৫১ লক্ষ ৩৬ হাজার টাকা খরচের জন্য এই মউ চুক্তি স্বাক্ষর করা হয়।

মঙ্গলবার হাইলাকান্দি জেলা আয়ুক্তের সভাকক্ষে এই চুক্তি স্বাক্ষর করা হয়।

পাওয়ার গ্রিডের ২০২৩-২৪ অর্থ বছরের কর্পোরেট সোসিয়াল রেসপনসিবিলিটি ফান্ড থেকে এই টাকা খরচ করা হবে।

শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে প্রতি মাসে ২০০০ টাকা করে ২৪ মাসে এই অর্থ খরচ করা হবে জেলা প্রশাসনের তত্বাবধানে।

 উল্লেখ্য, এই শৌচালয় গুলি ১৪-১৫ এর স্বচ্ছ ভারত অভিযানে নির্মাণ হয়েছিল।

কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে পুনরায় জরাজীর্ণ হয়ে যাওয়ার পাওয়ারগ্রিড শিলচর থেকে ফের এগুলি সংস্কার ও নুতন করে ৮টি স্কুলে নির্মাণ করা হয়।

এরপর রক্ষণাবেক্ষণের উদ্যোগ দেওয়া হয়েছে উপরোক্ত মৌ এর মাধ্যমে।

মঙ্গলবারের মউ স্বাক্ষর অনুষ্ঠানে প্রশাসনের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন জেলা আয়ুক্ত নিসর্গ হিভারে এবং পাওয়ার গ্রিডের পক্ষে শিলং-এর জেনারেল ম্যানেজার টানবীর মন্ডপুরাত।

অনুষ্ঠানে দুই এডিসি লাইরহলু খেনতে, ত্রিদিব রায় এবং পাওয়ারগ্রিডের ডিজিএম (ইনচার্জ, শিলচর শাখা) সুপ্রিয় পাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token