নিতাইনগর জিপিতে অরুনোদয় দুর্নীতি! যুব ছাত্র পরিষদের হুংকার

Spread the love

মোস্তফা এ মজুমদার, হাইলাকান্দি : নিতাইনগর জিপিতে অরুনোদয় প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ এনে সরব হল যুব ছাত্র পরিষদ।

জিপির অরুনোদয় প্রকল্পের নতুন তালিকা প্রকাশিত হওয়ার পর ব্যাপক দুর্ণীতির অভিযোগ এনেছে অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ (এজেওয়াইসিপি)।

ছাত্র পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক কবির উদ্দিন লস্কর, জেলা সমিতির সাধারণ সম্পাদক রবিজুল আলম লস্কর, সহসভাপতি হোসেন আহমদ মজুমদার, সহসভাপতি জাকির হোসেন বড়ভূইয়া, সম্পাদক সিরাজুল হক লস্কর ও আলতাফ হোসেন লস্কর সহ অন্যান্যররা জিপির অরুনোদয় প্রকল্পের প্রকাশিত নতুন তালিকার তদন্তের দাবি জানান।

কবির উদ্দিন লস্কর বলেন, অসম সরকার অরুনোদয় প্রকল্পের মাধ্যমে রাজ্যের গরীব, অসহায়, বিকলাঙ্গ এবং বিধবা মহিলাদেরকে আর্থিক সহায়তা প্রদান করছে।

কিন্তু একাংশ দালাল চক্র এবং পঞ্চায়েত বিভাগের দুর্ণীতিগ্ৰস্থ কর্মকর্তাদের কারণে উপযুক্তরা এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

বিশেষ করে হাইলাকান্দি উন্নয়ন খন্ডের অন্তর্গত নিতাইনগর জিপিতে অরুনোদয় প্রকল্পে এই চক্র ব্যাপক অনিয়ম সংঘটিত করেছে।

তালিকায় বহু উপযুক্তদের নাম বাদ পড়েছে, অন্যদিকে অনেক স্বাবলম্বী পরিবারের সদস্যদের নাম রয়েছে।

তাই নতুন এই তালিকা তদন্ত করে প্রকৃত প্রাপকদের নাম অন্তর্ভুক্ত করার জোরালো দাবি জানানো হয়েছে। অন্যতায় আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন যুব ছাত্র পরিষদের কর্মকর্তারা।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token