হাইলাকান্দির চায়নু বস্তিতে পালিত হল অগপ-র ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী

Spread the love

ব্যুরো রিপোর্ট, গণআওয়াজ, হাইলাকান্দি : অসম গণ পরিষদের ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হল হাইলাকান্দি জেলার সিরিশপুর জিপির চায়নু বস্তিতে।

শনিবার এ উপলক্ষে সিরিশপুর পুরাতন জিপি কার্যালয়ে দলের হাইলাকান্দি জেলা সভাপতি হরিমোহন রাজভরের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।

দলীয় পতাকা উত্তোলন এবং শ্বহীদ বেদিতে মাল্যদান সহ পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্বহীদের প্রণাম জানিয়ে অনুষ্ঠানের সূচনা করেন দলের জেলা সভাপতি হরিমোহন রাজভর সহ অন্যান্য কর্মকর্তারা।

সভায় দলের নীতি আদর্শ সহ অসম গণপরিষদের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের কথা তুলে ধরে সংক্ষিপ্ত দলের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহক সদস্য স্বপন কুমার সিনহা, উপসভাপতি ননিবাবু সিনহা প্রমুখ।

সভাপতি হরিমোহন রাজভর তাঁর বক্তব্যে অসম গণ পরিষদকে অসমের অন্যতম একটি আঞ্চলিক শক্তি হিসাবে তুলে ধরেন।

১৯৮৫ সালের ১৪ই অক্টোবর অসমবাসীর আবেগ নিয়ে এই দল গঠিত হয় এবং ১৯৮৫-১৯৮৯ ও ১৯৯৬-২০০১ সাল পর্যন্ত দুই বার এই দল অসমে সরকার গঠন করে।

এই দলের বরাক থেকে বলিষ্ঠ নেতৃত্ব দিয়েছিলেন প্রয়াত মন্ত্রী শহিদুল আলম চৌধুরী।

এমনকি ১৯৮৯ সালে অসম গণ পরিষদ দলের সরকার হাইলাকান্দি মহকুমাকে জেলায় উন্নীত করেছে।

তাই হাইলাকান্দির মানুষের বহু স্নেহ ভালবাসা রয়েছে এই দলের প্রতি।

বর্তমানে অসমে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন মিত্রজোটে সরকারে অগপ প্রধান অংশীদার হিসেবে রয়েছে। দলের সভাপতি অতুল বরা এবং কার্যকরী সভাপতি কেশব মহন্ত দুজন অসম সরকারের গুরুত্বপূর্ণ পদে মন্ত্রী হিসেবে রয়েছেন বলে জানান সভাপতি হরিমোহন রাজভর।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token