মোস্তাফা এ মজুমদার, হাইলাকান্দি : হাইলাকান্দি রেলস্টেশন এবং রতনপুর রোডের রেল ক্রসিং এর মধ্যবর্তী রেল লাইনের উপর মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে।
শনিবার রাত আনুমানিক সাতটা নাগাদ কাটাখাল থেকে ভৈরবী অভিমোখে খুব দ্রুত গতিতে ছুটে আসে একটি রেল গাড়ী।
প্রত্যক্ষদর্শীদের অনুমান, ঠিক সেই সময় রেল লাইনের পাশে ছিল হাইলাকান্দি শহরতলীর ভিছিংচা দ্বিতীয় খণ্ড গ্ৰামের আলম উদ্দিন মজুমদার নামের এই ব্যাক্তি।
সেই সময় কোন ভাবে সে রেলের সংস্পর্শে এলে দ্রুতগতির রেল তার জীবন কেড়ে নেয়।
দূর্ঘটনার পরই ঘটনাস্থলে স্থানীয়দের ভীড় জমে উঠে, ছুটে যায় হাইলাকান্দি পুলিশ।
এরপর স্থানীয়রা মৃতদেহ শনাক্ত করেন শহরতলীর ভিছিংচা দ্বিতীয় খণ্ড গ্ৰামের বাসিন্দা আলম উদ্দিন মজুমদারের মৃতদেহকে।
হাইলাকান্দি জেলা কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান আনাম উদ্দিন মজুমদার ও বিএসওয়াইএফের কেন্দ্রীয় সভাপতি আলী হোসেন মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মর্মান্তিক এই দূর্ঘটনার জন্য গভীর সমবেদনা জানান।
তারা মৃত আলম উদ্দিন মজুমদারের অসহায় পরিবারকে আর্থিক সাহায্য করার জন্য রেল কর্তৃপক্ষ এবং জেলা প্রসাশনের কাছে জোরালো দাবি জানান।