হাইলাকান্দি পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্ণীতির অভিযোগে সরব চিন্ময়
মোস্তফা এ মজুমদার, হাইলাকান্দি : হাইলাকান্দি পুরসভার চেয়ারম্যান কল্যাণ গোস্বামীর বিভিন্ন দূর্ণীতির বিরুদ্ধে সরব হলেন শহরের ১৩ নম্বর ওয়ার্ড কমিশনারের প্রতিনিধি চিন্ময় দাস।
বৃহস্পতিবার হাইলাকান্দিতে সাংবাদিক সম্মেলন করে পুরসভার চেয়ারম্যান কল্যাণ গোস্বামীর বিভিন্ন দূর্ণীতির তথ্য তুলে ধরে প্রতিবাদ জানান চিন্ময়।
তিনি বলেন, চেয়ারম্যান কল্যাণ গোস্বামীর নেতৃত্বে হাইলাকান্দি পৌরসভায় বিশাল সিন্ডিকেটরাজ চলছে।
পৌরসভার সরকারি গাড়ি বন্ধ রেখে গাড়ির চালককে নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন চেয়ারম্যান কল্যাণ গোস্বামী।
অথচ পুজোর সময় চালকের অভাবে আবর্জনা সরাতে না পারায় শহরের বিভিন্ন পূজা মন্ডপের সম্মুখে আবর্জনার স্তূপ দেখে মানুষ সামাজিক মাধ্যমে পোস্ট করে প্রতিবাদ জানিয়েছেন।

কমিশনার প্রতিনিধি চিন্ময় দাস অভিযোগ করেন, হাইলাকান্দি পুরসভা থেকে ভবন নির্মাণের পারমিট দেওয়ার জন্য এক ব্যক্তির কাছ থেকে দুই লক্ষ আশি হাজার টাকা আদায় করা হয়।
কিন্তু তাকে ভূয়ো পারমিট প্রদান করা হয়।
২০২০ সালে হাইলাকান্দি পুরসভার আধিকারিকের দায়িত্ব প্রাপ্ত ত্রিদীপ রায় হাইলাকান্দি পুরসভার চেয়ারম্যানকে লিখিতভাবে পত্রে জানিয়েছেন, তাঁর স্বাক্ষর জাল করে ভূয়ো ভবন নির্মাণের পারমিট দেওয়া হয়েছে।
এব্যপারে বিহীত ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করেন তিনি। কিন্তু আজ পর্যন্ত কোন ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানান চিন্ময়।
ফিফটিন ফিনান্সের টাকায় চেয়ারম্যান নিজের বাড়ির দেবেন্দ্র গোস্বামী পথ নির্মাণ করলেও আশপাশের জনবহুল এলাকার রাস্তা বেহাল, সেদিকে নজর তার কোন নজর নেই।
পুরসভার এসব দূর্নীতি নিয়ে বিজেপির জেলা কমিটির ভূমিকা জানতে চাইলে চিন্ময় বলেন, চেয়ারম্যানের ঘনিষ্ঠ স্থানীয় বিজেপি নেতারা এসব দূর্ণীতি সবসময়ই চাপা দিয়ে রাখছেন।
এজন্যই তো মূখ্যমন্ত্রী কিংবা দলের উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে এসব তথ্য পৌঁছেনি। তবে বিজেপি দল সর্বদাই দূর্ণীতির বিরুদ্ধে থাকবে বলে আশা প্রকাশ করেন চিন্ময়।