বন্ধ করা তৎপর সামাজিক সংগঠন-ক্লাব
কাঞ্চনপুর, প্রতিনিধি ত্রিপুরা : মহাকুমা শাসকের নাকের ডগায় পূজার বন্ধর সুযোগ নিয়ে সরকারি খাস জমি দখল করলেন এক পুলিশ গাড়ি চালক জয়ন্ত নাথ। তিনি বিল্ডিং নির্মাণের কাজও এই সুযোগে শুরু করেন।
পূজার বন্ধের সুযোগ নিয়ে এক পুলিশ গাড়ি চালক এভাবে সরকারী জমি দখল করায় স্থানীয় ক্লাব এবং সামাজিক সংগঠন মহকুমা শাসককে লিখিত প্রতীবাদ জানিয়েছেন।
তারা গণআওয়াজকে জানান, র্মহাকুমা শাসককে অন্ধকারে রেখে অফিসের কিছু কর্মী ও ডিসিএম বাবুরা মোটা অংকের নেলদেনে আরডি অফিসের বিপরীতের জমি জয়ন্ত নাথকে দিয়েছে।
মনি নাথ ও জয়ন্ত নাথ মিলে খাস জমিতে রাতারাতি বিল্ডিং-এর কাজ চালিয়ে যাচ্ছেন। স্থানীয় সামাজিক সংগঠন এবং এলাকাবাসী প্রশাসনের দ্বারস্ত হলেও কোন ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি।
জয়ন্ত বহিরাজ্য থেকে গুন্ডাবাহিনী নিয়ে এসে বিল্ডিং-এর নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন জানান তারা। এনিয়ে এলাকায় বড় ধরনের কোন রূপ নিতে পারে বলে এলাকায় গুঞ্জন চলছে।
প্রতিবাদকারী সংস্থাগুলোর তরফ থেকে অভিযোগ করে বলা হয়, দপ্তরে রেভিনিউ সেকশনের দায়িত্বপ্রাপ্ত ডিসিএম বিদ্যাসাগর ত্রিপুরা-কে ফোন করলেও তিনি কোন উত্তর দেননি।
মহকুমা শাসকের পরিবর্তনের সুযোগ নিয়ে অফিসের কিছু কর্মী এবং জয়ন্ত নাথের গোপন বুঝাবুঝির কারনে সরকারী জমির উপর রাতারাতি বিল্ডিং-এর কাজ চলছে বলে তারা অভিযোগ করেন।