ধর্মনগর প্রতিনিধির রিপোর্ট, গণআওয়াজ : সোমবার ভোর রাতে ধর্মনগর শিববাড়ির দুটি প্রণামির বাক্স ভেঙ্গে চুরির ঘটনায় শহর জুড়ে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে।
সকালে এই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে এলাকার মানুষ জড়ো হন মন্দিরে।
খবর পৌঁছে ধর্মনগর থানায়, ঘটনাস্থলে যায় পুলিশ।
এদিকে এলাকাবাসীরাও নিজেদের প্রচেষ্টায় এলাকায় থাকা প্রতিটি বাড়ির সিসিটিভি ক্যামেরার ফুটেজ তদন্ত শুরু করেন।
মন্দিরের পাশের একটি দোকানের সিসিটিভি ক্যিমেরার ফুটেজ তদন্ত করতেই শনাক্ত করা হয় এলাকারই বাসিন্দা রাজ পাল নামের ১৯ বছরের এক যুবককে।
স্থানীয়রা সিসিটিভি ক্যিমেরার ফুটেজে চোর শনাক্ত করার পর তাকে আটক করে পুনরায় খবর দেন পুলিশকে।
পুলিশ এসে তাকে ধর্মনগর থানায় নিয়ে যায়। জানা যায় রাজের বাড়ি শিব মন্দির সংলগ্ন এলাকায়।
বেশ কিছুদিন ব্যাঙ্গালোরে থাকার পর ধর্মনগরে এসে সরগম সাউন্ড সিস্টেমে কর্মচারী হিসেবে কাজ করে।
সে চুরির কথা স্বীকার করে জানিয়েছে, প্রণামীর বাক্সের অর্থের পরিমাণ পাঁচশ টাকার মত হবে।
কিন্তু পূজারী সহ এলাকাবাসীরা জানিয়েছেন, প্রতি সপ্তাহে দুটি প্রানামির বাক্সে তিন থেকে পাঁচ হাজার টাকা সংগৃহীত হয়।
তবে অভিযুক্ত রাজ জানিয়েছে সে অভাবে পড়ে চুরি করেছে। ধর্মনগর শহর জুড়ে দীর্ঘ দিন ধরে চুরি কান্ড চলে আসার পর সোমবার ভোরের এই চুরির ঘটনায় শহর জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।