স্বপন পাল, দার্জিলিং, শিলিগুড়ি :
সাইবার প্রতারকদের ফাঁদে পড়ে ৫০ হাজার টাকা খোয়ালেন শিলিগুড়ি পুরনিগমের ১৯ নম্বর ওয়ার্ডের সুভাষপল্লীর বাসিন্দা স্বর্ণভো ঘোষ।
জানা গেছে, কিছুদিন আগে পুরনিগম থেকে ১০ হাজার টাকা ভেন্ডার লোন নিয়েছিলেন স্বর্ণভো ঘোষ।
এর কিছুদিন ইএমআই কাটার পর তার কাছে একটি ফোন আসে অপরিচিত নাম্বার থেকে।
বলা হয়, আপনার ব্যাংক একাউন্টে সাবসিটির টাকা ঢুকবে।
এরপর তিনি ব্যাংকের অ্যাপ খুলে টাকা চেক করে দেখেন কোন টাকা একাউন্টে আসেনি।
কিন্তু পুনরায় সাইবার প্রতারকরা ফোন করে জানায়, ব্যাংক একাউন্ট অ্যাপ-এ আমরা একটি লিংক পাঠিয়েছি। সেই লিংকে ক্লিক করুন।
তিনি এই লিঙ্ককে ক্লিক করার পরই ৫০ হাজার টাকা পেড করার অপশন আসে।
সাইবার প্রতারকদের চাল তিনি বুঝতে না পেরে পাসওয়ার্ড দিতেই গচ্চা হয়ে যায় ৫০ হাজার টাকা। তড়িঘড়ি করে তিনি সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ করেন। এরপরই পুলিশ তদন্তে নামে এবং গ্রেফতার করে এক প্রতারককে।