ব্যুরো রিপোর্ট গণআওয়াজ, নিলামবাজার : কৃপানাথকে ভোট দেওয়ার আহবান জানালেন জনতার আওয়াজ এনজিওর সভাপতি মানই মিয়া।
সাংবাদিক সম্মেলন করে বলেন, স্বাধীনতার দীর্ঘ বছর পর করিমগঞ্জ লোকসভা সংরক্ষণ মুক্ত হওয়ায় বিভিন্ন প্রার্থী জনগণের দোয়ারে দোয়ারে ঘুরে বেড়াচ্ছেন।
কংগ্রেস এবং এআইইউএফ দলের প্রার্থী ও সমর্থকরা ধর্মের নামে ভোট চাইছে।
এদের অপপ্রচারে কান না দিয়ে উন্নয়নের স্বার্থে বিজেপি প্রার্থী কৃপানাথ মালাহকে সমর্থন করার আহবান জানান মানই।
তিনি বলেন, বিজেপি সাম্প্রদায়িক নয়, এই দল উন্নয়নে বিশ্বাসী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সময়ে যে উন্নয়ন হচ্ছে সেটা এক বৃহৎ কর্মযঞ্জ।
বিশেষ করে করিমগঞ্জের প্রান্তে প্রান্তে সড়ক যোগাযোগ ব্যবস্তা সহ বিশুদ্ধ পানীয়জল ও বিদুৎ সংযোগ মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে।
একইভাবে রেশন কার্ডও দেওয়ার ব্যবস্তা করা হচ্ছে। দল মিথ্যা প্রতিশ্রুতি নয়, কাজে বিশ্বাসী।
তিনি আরও বলেন, নির্বাচন এলেই অনেকেই সংখ্যালঘু এলাকার গ্রাম-গ্রামান্তরের সহজ-সরল মানুষদের মধ্যে আজব কথাবার্তা বলে বিভ্রান্তি সৃষ্টি করেন।
ভোট শেষ হলে এদের আর দেখা পাওয়া যায়না। সাধারণ মানুষ যখন কস্ট করেন তখন তারা আর খবর নিতে আসেন না। নিজেদের ভোট অত্যন্ত মুল্যবান, তাই ভেবেচিন্তে সবাইকে উন্নয়নের পাশে থাকার আহবান জানান সংস্থার সভাপতি।