রূপালী সূত্রধর, বাজারিছড়া : মিজোরাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রী অর্জন করলেন করিমগঞ্জ জেলার পাথারকান্দি সমষ্টির চান্দখিরা স্বামী বিবেকানন্দ কলেজের অধ্যাপক সুভাষ সিনহা।
ডo সুভাষ সিনহার গবেষনার বিষয় ছিল “আসামের প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের কাছে ঋণ বিতরণ: কাছাড় জেলার একটি কেস স্টাডি।”
তাঁর তত্বাবোধায়ক ছিলেন মিজোরাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক তথা ওই বিশ্ববিদ্যালয়ের বিত্ত সচীব অধ্যাপক ভানলালচাওনা।
ড০ সুভাষ বর্তমানে চান্দখিরা স্বামী বিবেকানন্দ কলেজের অর্থনীতি বিভাগের প্রধানের দায়িত্ব তথা আইকিউএ-সি এর কো-অর্ডিনেটরের দায়িত্ব খুবই দক্ষতার সঙ্গে পালন করছেন।
তিনি আসাম বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৮ সালে এমএ এবং ২০০৩ সালে এমফিল ডিগ্রী অর্জন করেন।
উল্লেখ্য, ড০ সুভাষ সিনহার মূল বাড়ি হল কাছাড় জেলার বেকীরপার শান্তিপুর গ্রামে।
গত ১লা নভেম্বর মিজোরাম বিশ্ববিদ্যালয় থেকে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে পিএইচডির রেজাল্ট ঘোষনা করা হয়। সেখানে ড০ সুভাষ সিনহা ছাড়াও আরও আটজন বিভিন্ন বিভাগের বিভিন্ন বিষয়ে পিএইচডি ডিগ্রী অর্জন করেন।