স্বপন পাল, শিলিগুড়ি, দার্জিলিং : দীপাবলির রাতে শিলিগুড়ির খালপাড়ার একটি বহুতল আবাসনের ছাদে আগ্নিকান্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দেয় এলাকায়।
শিলিগুড়ি শহরের কাছে খালপাড়ার একটি বহুতল আবাসনের ছাদ থেকে ধোঁয়া বের হয়, এরপরই খবর দেওয়া হয় দমকল কর্মীদের।
ঘটনাস্থল শহরের অন্যতম জতুগৃহ খালপাড়া নয়াবাজার এলাকায় পৌঁছায় দমকলের চারটে ইঞ্জিন ৷

এটি মূলত একটি ব্যাবসায়িক প্রতিষ্ঠান। উত্তর-পূর্ব ভারতের প্রধান বিজনেস হাব শিলিগুড়ির খালপাড়া নয়াবাজার।
মুহুর্তের মধ্যে আবাসন থেকে আবাসিকদের বের করে খালি করে দেওয়া হয় আশেপাশের আবাসনের আবাসিকদের৷
দমকলের চারটি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে৷, তবে আগুন লাগার কারন এখনও জানা যায়নি।
পরবর্তীতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান শিলিগুড়ি মেয়র গৌতম দেব সহ ডেপুটি মেয়র রঞ্জন সরকার। আগুন লাগার কারন অনুসন্ধানে তৎপর রয়েছেন সংশ্লিষ্ট বিভাগ।