গুয়াহাটি, ২১ অক্টোবর : আসামে এক বছরে ঘুষ নিয়ে দালাল সহ ৬৩ জন দুর্নীতিবাজ সরকারি কর্মচারীকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন শাখা। মামলা নতিভুক্ত হয়েছে ৫৫টি। গ্রেফতার ৬৩ জনের মধ্যে দালাল রয়েছে দু’জন।
আসামে বিজেপি সরকার আসার পর সরকারী কর্মচারীদের ঘুষ বাণিজ্যে লাগাম টানতে দুর্নীতি দমন শাখাকে সক্রিয় করে তুলা হয়।
এই অভিযান প্রায় প্রতিদিন চলছে রাজ্যের বিভিন্ন স্থানে। গতকালও ডিব্রুগড় ডিটিও অফিসের এক দুর্নীতিবাজ সরকারী কর্মচারী দিতিমনি গগৈ এবং তাঁর সাকরেদ এক দালাল পঙ্কজ শইকিয়াকে দুর্নীতি দমন শাখা (এসিবি) শাখার কর্মীরা গ্রেফতার করেছেন।
পরে ডিব্রুগড় ডিটিও অফিসের নিম্ন শ্রেনিরর কর্মী দিতিমনি গগৈর ফ্ল্যাটে অভিযান চালিয়ে নগদ আরও ৯ লক্ষ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়।
আসাম পুলিশের বিশেষ মহাপরিচালক জিপি সিং বলেছেন, ২০২১-২২ সালে গ্রেফতার দুর্নীতিবাজ কর্মচারীর সংখ্যা গত বছরের চেয়ে তিন বছরের চেয়ে অনেক বেশি।
২০১৮ সালে রাজ্যে ১৮টি দুর্নীতির মামলা নথিভুক্ত করা হয়েছিল এবং গ্রেফতার করা হয়েছিল ১৯ জন সরকারি কর্মচারীকে।
এছাড়া একইভাবে ৩ দালালকেও গ্রেপ্তার করা হয়েছিল। ২০১৯ সালে গ্রেফতার করা হয় ১৬ জন ঘুষখুর সরকারী কর্মচারীকে। ২০২০ সালে 18, ২০২১ সালে ১৩ জন। কিন্তু চলতি বছরের ২০ অক্টোবর বুধবার পর্যন্ত ৫০ জন সরকারী কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে।