ব্যুরো রিপোর্ট, গণআওয়াজ চুড়াইবাড়ী : ফের ত্রিপুরা থেকে পাচারের পথে উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি পুলিশের তল্লাশিতে ধরা পড়লো বিপুল পরিমাণ সুখনো গাঁজা।
বৃহস্পতিবার গোপন সুত্রের খবরের ভিত্তিতে ত্রিপুরা-অসম জাতীয় সড়কে অভিযান চালিয়ে ত্রিপুরা পুলিশ NL01AG/5879 নম্বরের লরি থেকে বৃহৎ পরিমানে গাঁজা জব্দ করে।
বৃহৎ পরিমান গাঁজা জব্দের খবর পেয়ে উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী ঘটনাস্থলে উপস্থিত হন।
পুলিশ বিভিন্ন সাইজের প্যাকেটে মোড়া ২৬৩ কেজি গাঁজা উদ্ধার করে।
আটক করা হয় এডি নগরের বড্ড পুকুর এলাকার বাসিন্দা লরি চালক নারায়ন চন্দ্র সরকারকে। জানা গেছে উদ্ধারকৃত গাঁজার কালোবাজারি মূল্য আনুমানিক চল্লিশ লক্ষ টাকা।
উত্তর ত্রিপুরার পুলিশ সুপার জানিয়েছেন, গাঁজা গুলি আগরতলা থেকে অসমের গুয়াহাটির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল পাচারকারীরা।