ব্যুরো রিপোর্ট, গণআওয়াজ, ত্রিপুরা : ফেসবুকের মাধ্যমে প্রেম করে গত পাঁচ বছর আগে তেলিয়ামুড়া পুলিনপুর এলাকার রূপক সরকারকে বিয়ে করেন আমতলী থানার মধুবন রানীর খামার এলাকার শুক্লা বিশ্বাস।
বিয়ের পর বেশ কয়েক মাস তাদের সংসার ভালো চললেও এর পর থেকে শুক্লা বিশ্বাসের উপর শুরু হয় স্বামী রূপক সরকারের শারীরিক ও মানসিক নির্যাতন।
নির্যাতন সহ্য করেও শুক্লা বিশ্বাস স্বামীর বাড়িতেই থাকার চেষ্টা করেছিলেন বলে জানান, কিন্তু রূপক সরকারের নির্যাতন এতটাই বৃদ্ধি পায় যা তাকে বাবার বাড়িতে চলে যেতে বাধ্য করে।
ওই গৃহবধূ জানিয়েছেন তার স্বামীর নির্যাতনে দুই দুইবার গর্বের সন্তান নষ্ট হয়েছে।
নির্যাতিতা গৃহবধূ শুক্লা বিশ্বাস মধুবন খামারে থাকা বাবার বাড়িতে গিয়ে এই নির্যাতনের বিষয়টি সূর্যমনি নগর মন্ডল নেতাদের জানান।
কিন্তু মন্ডল নেতারা এখনো পর্যন্ত তাদের সংসারের এই সমস্যার সমাধানে ব্যর্থ হলে ৬ সেপ্টেম্বর স্বামী রূপকের বিরুদ্ধে আমতলী থানায় একটি মামলা দায়ের করেন।
কিন্তু মামলা করার পর আমতলী থানার পুলিশ এখনো পর্যন্ত কোন ভূমিকা গ্রহণ করেনি বলে অভিযোগ ওই গৃহবধুর। শুক্রবার গৃহবধুর শুক্লা বিশ্বাস সংবাদ মাধ্যমের দারস্থ হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে সুষ্ঠু বিচারের আবেদন জানিয়েছেন।