রামকৃষ্ণ নগর প্রতিনিধি : দামছড়া মন্দির জ্বালানোর মূল নায়ক আনোয়ারকে এনকাউন্টার করল পুলিশ।
করিমগঞ্জ রাতাবাড়ি পুলিশের গুলিতে আহত হল মন্দির জ্বালানোর মূল অভিযুক্ত আনোয়ার আলি।
গুরুতর অবস্থায় তাকে ভর্তি করা হয় রামকৃষ্ণনগর হাসপাতালে।
পুলিশের সুত্রে জানাগেছে, দামছড়ার শিব-পার্বতী এবং লক্ষ্মী-নারায়ন মন্দি জ্বালানোর পর অভিযুক্ত আনোয়ার পলাতক ছিল।
শনিবার সন্ধ্যায় ত্রিপুরার রাস্যাবাড়ি এলাকার ভারত-বাংলা সীমান্তে অভিযান চালিয়ে এক গোপন আস্তানা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
এরপর নিয়ে আসা হয় রাতাবাড়ি থানায়। রাতে আনোয়ারকে নিয়ে তার বাড়ি দামছড়ায় অভিযান চালায় পুলিশ। ঘর থেকে একটি বন্দুক সহ সতেজ গুলি উদ্ধার করেছে পুলিশ।
কিন্তু থানায় ফেরার পথে দামছড়া বাগানে যাওয়ার পর পুলিশের উপর আক্রমণ করে পালানোর চেষ্টা করে অভিযুক্ত আনুয়ার।
পুলিশ তার পা লক্ষ্য করে গুলি চালালে আহত হয় মন্দির জ্বালানোর মূল হোতা আনুয়ার। বর্তমানে আনোয়ার চিকিৎসাধীন।
উল্লেখ্য, ৭ নভেম্বর দামছড়া ত্রিপুরা পুঞ্জিতে শতাধিক বছরের প্রাচীন শিব ও নারায়ণ মন্দির পেট্রোল ঢেলে জ্বালিয়ে দিয়েছিল দুষ্কৃতীরা।
এই ঘটনার পর থেকেই এলাকায় ক্ষোভ ও চাপা উত্তেজনা বিরাজ করে। রাতাবাড়ি পুলিশ অপরাধীদের গ্রেফতারে জোর প্রচেষ্টা চালায়। অবশেষে তাকে ত্রিপুরার ভারত-বাংলা সীমান্ত থেকে গ্রেফতার করে পুলিশ।