নিউজ ডেক্স : ছট পূজা হিন্দিভাষী জনগোষ্ঠী মানুষের একটি জাতীয় উৎসব। সমগ্র দেশ জুড়ে হিন্দিভাষী জনগোষ্ঠী মানুষ নিষ্ঠার সঙ্গে এই পুজো করেন।
বরাক উপত্যকার হিন্দিভাষী জনগোষ্ঠীর লোকরাও প্রতিবছর নিষ্ঠার সঙ্গে ছট পূজা করে আসছেন।
আজও সূর্যাস্তের সময় উপত্যকার শহর সহ গ্রামাঞ্চলের বিভিন্ন নদী এবং পুকুরের ঘাটে মর্যাদার সাথে ছট পূজা পালন করেছেন।
ছটপুজা অর্থাৎ পরিবারের মঙ্গল কামনায় সূর্যদেবকে আরাধনা করা। ছট পূজাকে কেন্দ্র করে আজ শিলচর শহর এবং শহরতলীতে উৎসব মুখুর পরিবেশ সৃষ্টি হয়।
শিলচর শহরের অন্নপূর্ণা ঘাট, ফ্লাওয়ার মিলের ঘাট, সদরঘাট সহ শহরতলির কাঁঠাল রোডেও ব্যাপক উৎসাহে ভক্তদের উপচে পড়া ভিড় দেখা যায়।
ফলমূল ও নৈবেদ্য সাজিয়ে জলে নেমে সূর্য দেবকে অর্ঘ প্রদান করেন ভক্তরা।
ছট পূজা সম্পর্কে এক ভক্ত গণআওয়াজকে জানিয়েছেন, ছট পূজার সঙ্গে মানুষের অনুভূতি ও আনন্দ জড়িত রয়েছে।
এই দিনে পুরো পরিবারের সাথে থাকার সুবর্ণ সুযোগ, এছাড়া, ছটপূজা শুধু একটি উৎসব নয় একটি মহান উৎসব যা চার দিন ধরে চলে।
স্নান এবং খাওয়ার মাধ্যমে শুরু হয় এবং অস্তগামী ও উদিত সূর্যকে অর্ঘ্য নিবেদনের মাধ্যমে শেষ হয়। এই পুজো প্রতিবছর কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠীতে হয়, পারিবারিক সুখ, সমৃদ্ধির জন্য সূর্যদেবের পূজা অর্চনা করা হয়। আয়োজকরা বরাকবাসীকে ছট পূজার শুভেচ্ছাও জ্ঞাপন করেন।