ব্যুরো রিপোর্ট : রাজস্থান বিধানসভার ভোট অনুষ্ঠিত হবে ২৫ নভেম্বর, ফলাফল ঘোষণা করা হবে ৩ ডিসেম্বর।
২০০ আসন বিশিষ্ট ক্ষমতা দখলে নিতে বিজেপি ও কংগ্রেস দলের সিনিয়র নেতা এবং তারকারা ক্রমাগত প্রচার চালাচ্ছেন।
জনসভা, রোড শো-র মাধ্যমে নিজেদের দলের প্রার্থীদের সমর্থনে প্রচার করে চলেছেন। এই ধারাবাহিকতায় যোগ দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
তিনি চৌমাউতে বিজয় সংকল্প সভায় ভাষণ দেওয়ার সময় রাহুল গান্ধীকে আক্রমণ করেন।
আসামের মুখ্যমন্ত্রী বলেছেন কংগ্রেস কী গ্যারান্টি দেবে, যেখানে রাহুল গান্ধীর নিজেরই কোনও গ্যারান্টি নেই।
হিমন্ত বলেছেন, রাহুল গান্ধীর মাও তাকে গ্যারান্টি দেন না। এই পরিস্থিতিতে সেই গ্যারান্টির মূল্য কী? প্রথমে তাদের জন্য কারও গ্যারান্টি নিন।
তিনি প্রিয়াঙ্কা গান্ধীকেও আক্রমন করেন। হিমন্ত বলেন প্রিয়াঙ্কা বলেছেন দাদীর কাছ থেকে গায়ত্রী মন্ত্র শিখেছেন। কিন্তু কেন? প্রিয়াঙ্কার এ কথা বলার কী দরকার ছিল? তার দাদী তাকে গায়ত্রী মন্ত্র শিখিয়েছেন।