প্ৰকল্প দ্রুত রূপায়ণের নির্দেশ : স্যানোয়ালের
গোবিন্দ দেব, গৌহাটি : দ্ৰুত প্ৰকল্পের কাজ সমাপ্ত করতে আধিকারিকদের নির্দেশ দিলেন বিভাগীয় মন্ত্রী স্যানোয়াল।
ডিব্ৰুগড়ে হবে ৮০.৬৬ কোটি টকা ব্যায়ে যোগ ও প্ৰাকৃতিক চিকিৎসালয়।
গৌহাটিতে হবে ৩৪.৩৩ কোটি টকা ব্যায়ে হমিওপ্যাথির আঞ্চলিক গবেষণা কেন্দ্র।
মঙ্গলবার গৌহাটি আয়ুষ বিভাগের আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়ে এই প্ৰকল্পের কাজ দ্ৰুত করার নিৰ্দেশ দিলেন বিভাগীয় মন্ত্রী সর্বানন্দ স্যানোয়াল।
এদিন মন্ত্রী স্যানোয়াল জানিয়েছেন, ডিব্ৰুগড়ে ৮০.৬৬ কোটি টকা ব্যায়ে যোগ ও প্ৰাকৃতিক চিকিৎসালয়ে অতি শীঘ্ৰই আধারশিলা স্থাপন করা হবে।
গৌহাটিতে ৩৪.৩৩ কোটি টকা ব্যায়ে নির্মাণ করা হবে হমিওপ্যাথির আঞ্চলিক গবেষণা কেন্দ্রের নতুন ভবন এবং আয়ুষ সুস্থতা কেন্দ্ৰ।
তিনি গৌহাটিতে ১০.৪৫ কোটি ব্যায়ে নির্মীয়মাণ কেন্দ্ৰীয় আয়ুৰ্বেদ গবেষণা কেন্দ্রের জি+৩ এবং জি+২ ভবনের কাজ ডিসেম্বর মাসের মধ্যে সম্পূৰ্ণ করতে আধিকারিকদের নিৰ্দেশ দেন।
স্যানোয়াল বলেন, প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্র মোদীর বলিষ্ঠ নেতৃত্বে সরকারের কাছে আয়ুষ হচ্ছে আগ্ৰহ ও অগ্ৰাধিকারের এক গুরুত্বপূৰ্ণ ক্ষেত্ৰ। উত্তর-পূর্বাঞ্চলের ক্ষেত্ৰে আর বেশি কাজ করার সম্ভাবনা আছে বলেও তিনি জানান।