মঙ্গলবার দার্জিলিংয় চৌরাস্তা ম্যালে তৃতীয় সৃষ্টিশীল মেলার উদ্বোধন করলেন গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল এডমিনস্টেশনের প্রধান অনিতা থাপা।
আগামী ২৫ নভেম্বর পর্যন্ত পাঁচদিন এই মেলা চলবে।
দার্জিলিং জেলাশাসক প্রীতি গোয়েলও এই মেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল এডমিনিস্ট্রেশনের বিভিন্ন দপ্তরের সভাসদরা।
দার্জিলিং এবং কালিংপং-এর বিভিন্ন স্বনির্ভর দল এই মেলায় বিভিন্ন স্টল থেকে তাদের উৎপাদিত দ্রব্য বিক্রি করছেন।
প্রায় ৫০টি স্বনির্ভর দল এই মেলায় যোগ দিয়েছে।

গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল এডমিনিস্ট্রেশনের মুখ্য কার্যপাল অনিত থাপা মেলাতে স্বনির্ভর দলগুলির প্রশংসা করেন।
তিনি পাহাড়ের স্বনির্ভর দলগুলিকে আহ্বান করেন, তাদের নিকটবর্তী জায়গায় সাপ্তাহিক হাট বসালে উৎপাদিত শাকসবজি তারা বিক্রি করতে পারবে।
তিনি আরো বলেন পাহাড় এখন শান্ত, এর আগে ছোট ছোট কারণে পাহাড়কে অশান্ত করে তুলেছিল কিছু মানুষ।
তা থেকে পাহাড়ের মানুষ অনেক শিক্ষা নিয়েছে, বর্তমানে পাহাড়ের আর্থিক উন্নতির কথা চিন্তা করতে হবে এবং পাহাড়কে শান্ত রাখতে হবে।
তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সৃষ্টশ্রী মেলা অনুষ্ঠিত হচ্ছে।
জেলাশাসক গোয়েল বলেন, পাহাড়ের স্বনির্ভর দলগুলি গুলিকে আরো উন্নত করতে শুধু চা নয়, ছোট এলাচ, বড় এলাচও উৎপাদন করে বাইরে পাঠাতে হবে।

তিনি বলেন, গত বছর এই মেলা দার্জিলিংয়ের ক্যাপিটেল হলে অনুষ্ঠিত হয়েছিল, এবার চৌরাস্তায় আয়োজন করা হয়েছে যাতে প্রচুর পর্যটক আসেন।
তারাও মেলা উপভোগ করতে পারবে এবং স্বনির্ভর দলগুলির উৎপাদিত বস্তু কিনতে পারবে।
তিনিজেলাশাসক গোয়েল আশা করেন, এই মেলায় এবার স্বনির্ভর দলগুলির উৎপাদিত বস্তু ১০ লক্ষ টাকার উপরে বিক্রি হবে। কুড়িটি স্বনির্ভর দলকে এক লক্ষ টাকা করে ২০ লক্ষ টাকা এই মেলা থেকে তাদের হাতে তুলে দেন অনিত থাপা এবং জেলা শাসক প্রীতি গোয়েল সহ জিটিএ-এর সভাসদরা।