স্বপন পাল, দার্জিলিং : বর্ধমান রোডের উড়ালপুল ও রাস্তার কাজ খতিয়ে দেখলেন মেয়র গৌতম দেব।
যানজট নিরসনে শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব বিকল্প রাস্তা তৈরি না হলেও ফ্লাইওভার দিয়ে এই সমস্যার সমাধান করতে চান।
বর্ধমান রোডে ফ্লাইওভার নির্মানে ৯০ কোটি টাকা ব্যয় করা হবে, নিচে থাকবে রাস্তা।
আগামী বছরে মাঝামাঝিতে এই কাজ সম্পন্ন হবে বলে জানান মেয়র গৌতম।
ডেপুটি মেয়র রঞ্জন সরকার, পুর আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের নিয়ে ফ্লাইওভার পরিদর্শনে যান মেয়র গৌতম দেব।
তাদের মূলত উদ্দেশ্য ছিল, ফ্লাইওভারের নিচের রাস্তাটিকে চওড়া করে কিভাবে যানবাহন চলাচলে যোগ্য করে তোলা যায়, তা খতিয়ে দেখা।
রাজ্য সরকার ঝংকার মোড় থেকে তিন বাত্তি মোড় পর্যন্ত ফ্লাইওভারের নিচে থাকা দুপাশের রাস্তাকে ১২ ফুট করে চওড়া করা সিদ্ধান্ত নিয়েছে। ভবিষ্যতে ট্রাফিক ব্যবস্থা যাতে সুন্দর ভাবে নিয়ন্ত্রন হয়।