গণআওয়াজ প্রতিনিধি : শিলকুড়ি বরমবাবা মন্দিরের ৮২তম মেলার প্রস্তুতি চলছে জোর কদমে।
তিনদিনব্যাপী এই মেলার শুভারম্ভ হবে ২৬ নভেম্বর।
মেলার উদ্বোধন করবেন রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের স্বামী গণধিশানন্দজি মহারাজ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ এবং বিশেষ অতিথিরূপে থাকবেন করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লক্ষীপুরের বিধায়ক কৌশিক রায়, অসম চা কর্পোরেশন চেয়ারম্যান রাজদীপ গোয়ালা, সোনাই বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া সহ প্রশাসনিক কর্তারা।
অন্যান্য বছরের মতো এবছরও রাস পূর্ণিমার দিন, ২৬ নভেম্বর শিলকুড়িতে ঐতিহ্যবাহী বরববাবা পূজা ও মেলা শুরু হবে।
এ দিন সকাল ১১ টায় শিলকুড়ি চা বাগান সংলগ্ন মন্দিরে পূজা ও মেলার আনুষ্ঠানিক সূচনা করা হবে, চলবে তিনদিনব্যাপী।
শুক্রবার মেলার প্রস্তুতি পর্যবেক্ষণ কাছাড়ের পুলিশ সুপার নুমাল মাহাতো। তাঁর সঙ্গে ছিলেন পশ্চিম সোনাই জেলা পরিষদ সদস্য মানব সিং, পশ্চিম সোনাই বিজেপি মন্ডল সভাপতি প্রদীপ দাস, ভরাখাই জিপি সভাপতি সুর্জ প্রসাদ গোঁড় সহ অন্যান্যরা।