মোস্তাফা এ মজুমদার, হাইলাকান্দি : পূর্ব হাইলাকান্দির ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান ব্রজপুর ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসা এবং গবেষণা কেন্দ্রের বাৎসরিক জলসা আগামী ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
রবিবার মাদ্রাসা গৃহে পরিচালন কমিটির এক প্রস্তুতি সভায় একথা জানানো হয়।
সভায় অনুষ্ঠান সুষ্ঠভাবে সম্পন্ন করতে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দস্তারবন্দি অনুষ্ঠানে টাইটেল চূড়ান্ত বর্ষ এবং দারুল ইফতা চূড়ান্ত বর্ষের ২৮ জন ছাত্রকে সনদ সহ পাগড়ি প্রদান করা হবে জানিয়েছেন মাদ্রাসা এবং গবেষণা কেন্দ্রের সভাপতি মিসবাহুর ইসলাম মজুমদার।
এবারের মাদ্রাসার বাৎসরিক অনুষ্ঠানে প্রতিটি মাদ্রাসার শিক্ষক, ছাত্র সহ বিভিন্ন মসজিদের ইমামদেরকে নিমন্ত্রন জানানো হবে।
সকলের উপস্থিতি এবং সহযোগিতা কামনা করেন মাদ্রাসা পরিচালন কমিটির সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম লস্কর।
তাছাড়া বরাক উপত্যকার বিশীষ্ট ইসলামিক পণ্ডিত, পীর মাশায়েখগণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন কমিটির কার্যকরী সদস্য অধ্যাপক জাকির হোসেন চৌধুরী।
আলোচনা সভায় শেষে মাদ্রাসা ও গবেষণা কেন্দ্রের অধ্যক্ষ মুফতী মাওলানা আনোয়ার উদ্দিনের বিশ্বশান্তি কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে প্রস্তুতি সভার সমাপ্তি হয়।