পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে রতনপুর জিপিতে সভা, এলাকাবাসীর ব‍্যাপক সাড়া

Spread the love

মোস্তাফা এ মজুমদার, হাইলাকান্দি, ১ ডিসেম্বর : হাইলাকান্দি বিধানসভা সমষ্টির অন্তর্গত রতনপুর জিপির প্রত‍্যন্ত অঞ্চল ভজন্তীপুর প্রথম ও দ্বিতীয় খন্ডে আজ বিশিষ্ট সমাজসেবী মওলানা রফিক উদ্দিন লস্করের সভাপতিত্বে এক নাগরিকসভা অনুষ্ঠিত হয়।

সভায় এলাকার জনগণ তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তারা বলেন, স্বাধীনতার ৭৫ বছর অতিবাহিত হলেও এই প্রত‍্যন্ত অঞ্চলে কোন ধরনের উন্নয়ন মূলক কাজকর্ম হয়নি।

প্রতিনিয়তই তারা সর্বক্ষেত্রে বঞ্চিত হচ্ছেন। নির্বাচনের সময় আসলে জনপ্রতিনিধিরা বসন্তের কোকিলের মতো এসে গালভরা প্রতিশ্রুতি দিয়ে গেলেও পরবর্তীতে আর তাদের দেখা মিলেনি।

চতুর্দিকে খাল, বিল, নদী, নালায় আবৃত এই এলাকা প্রতিবছরই ভয়াবহ বন‍্যায় বিধ্বস্ত হয়ে যায়। এখানকার মানুষের ঘরবাড়ী,গবাদিপশুর মৃত্যু সহ কৃষি জমিতে থাকা কৃষি ক্ষেত বিনষ্ট হয়।

এলাকার জনগণ বছরে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়।

তাই তাদের এসব সমস্যা নিয়ে সরকারের কাছে কথা বলার জন্য উপযুক্ত কোন জনপ্রতিনিধি না থাকায় সবসময়ই তারা সরকারি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

এককথায় প্রত‍্যন্ত এই এলাকার মানুষ নেতৃত্বহীনতায় দীর্ঘদিন ধরে ভুগছেন।

তাই আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে রতনপুর জিপির আঞ্চলিক পঞ্চায়েতর পদপ্রার্থী হিসেবে স্থানীয় উদীয়মান যুবক আমির হোসেন মজুমদারের নাম প্রস্তাব করলে উপস্থিত সবাই সর্বসম্মতিক্রমে সমর্থন করেন।

তাছাড়া সভায় উপস্থিত নাগরিকরা আসন্ন পঞ্চায়েত নির্বাচনে রতনপুর জিপির আঞ্চলিক পঞ্চায়েতের প্রার্থী হিসেবে সমাজকর্মী যুবক আমির হোসেন মজুমদারের সঙ্গে থেকে সব ধরনের সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আসন্ন পঞ্চায়েত নির্বাচনে আমির হোসেন মজুমদারের হয়ে রতনপুর জিপিতে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান সভায় উপস্থিত বিশিষ্টজনরা।

এদিনের সভা শেষে মওলানা রফিক উদ্দিন লস্কর, স্থানীয় পঞ্চায়েত সদস্য আব্দুস সালাম বড়ভূইয়া সংবাদ মাধ্যমে জানান, কোন জনপ্রতিনিধি নয় তবুও আমির হোসেন মজুমদার এলাকার জনগণের সুখে দুঃখে পাশে দাঁড়িয়ে সহযোগিতা করে যাচ্ছেন, ভবিষ্যতেও এভাবেই সহযোগিতা করে যাবেন বলে আশাবাদী তারা।

বিভিন্ন সময় অফিস আদালতে এখানকার মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে সোচ্চার হতে দেখা গেছে তাকে। তাই এলাকাবাসী এক জোট হয়ে আমির হোসেন মজুমদারকে এবার রতনপুর জিপির আঞ্চলিক পঞ্চায়েত পদে নির্বাচিত করার সিদ্ধান্ত নিয়েছেন।

 সমাজকর্মী তথা আঞ্চলিক পঞ্চায়েতের সম্ভাব্য পদপ্রার্থী আমির হোসেন মজুমদার এবিষয়ে সকলের দোয়া আশির্বাদ ও সহযোগিতা কামনা করেন।  এদিনের সভায় বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন সেখ নূর উদ্দিন, সেখ ফয়জুল হক, আবুল হোসেন, জামাল উদ্দিন লস্কর ও গহিন্দ রায় প্রমুখ।

Gana Awaz Desk

Avatar

Leave a Reply

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token